মাকসুদা লিপি: দু দিনের সফরে উত্তরাখন্ডে গেলেন ভারতের প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী । শনিবার তিনি কেদার নাথ দর্শনে গেছেন। রোববার দুপুরে দিল্লি ফেরার আগে তিনি দর্শনের উদেশ্যে বদ্রীনাথ মন্দিরেও যাবেন। এই সফরে তার সাথে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতও আছেন। কেদারনাথে বেশ কয়েকটি কৃত্রিম গুহা নির্মাণের কাজ চলছে। শনিবার সারা দিন প্রধানমন্ত্রী কেদারেই থাকবেন, এবং সমস্ত কাজের পর্যবেক্ষণ করবেন। এনডিটিভি
প্রধানমন্ত্রীর যাওয়ার জন্য কেদার নাথের অঞ্চল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বেশ শক্ত করা হয়েছে। অঞ্চলটি সমুদ্রের পাদদেশ থেকে প্রায় ১১.৭৫৫ ফুট ওপরে অবস্থিত। হিমালয়ের শিখরে অবস্থিত কেদার নাথের মন্দিরে ভগবান শিবের অবস্থান। গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী ভগবান শিবের দর্শনের উদ্দেশ্যে বেশ কয়েকবার কেদার নাথে যান।
২০১৭ সালে তিনি দুবার এই মন্দির দর্শনের উদ্দেশ্যে যান। পর্বত শিখরে অবস্থিত এই মন্দির অতিরিক্ত ঠান্ডা ও তুষার পাতের জন্য বছরে ছয়মাস বন্ধ করে রাখা হয়। মে মাসে মন্দির খোলার পরে তিনি সেখানে গিয়েছিলেন, আবার অক্টোবরে মন্দির বন্ধ হওয়ার আগেও তিনি সেখানে যান।
গত নভেম্বরে দীপাবলির সময়তেও তিনি কেদার নাথ দর্শনে গেছিলেন। দীর্ঘ শীতের পরে, মে মাসের নয় তারিখে এই মন্দিরের দরজা পুনরায় খোলা হয়েছে। সম্পাদনা: কায়কোবাদ মিলন