শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে আর সহযোগিতা নয়: হুঁশিয়ারি বিএনপির ◈ উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত ◈ ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটা-তাজা করতে ব্যস্ত সময় পাড় করছেন মালিকরা ◈ চীনের ১৫০ ব্যবসায়ীর ঢাকা সফর: বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা ◈ উত্তরা থেকে সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা  গ্রেপ্তার  ◈ সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই রাহাত গ্রেপ্তার ◈ ইনজু‌রি‌তে সৌম্য, পাকিস্তান সফ‌রে বদলি ‌মে‌হেদী হাসান মিরাজ ◈ পা‌কিস্তান সুপার লিগ খেল‌তে রা‌তে মা‌ঠে নাম‌ছেন সা‌কিব, মিরাজ ও রিশাদ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল ◈ আওয়ামীলীগের নিষেধাজ্ঞা ন্যায়বিচারের দিকে একটি পদক্ষেপ 

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ১০:৪১ দুপুর
আপডেট : ০৯ মে, ২০১৯, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার শেরপুরে বিদ্যুতের আসা যাওয়ার খেলায় অতিষ্ঠ জনজীবন

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে একদিকে বৈশাখের খরতাপ অন্যদিকে বিদ্যুতের আসা যাওয়ার খেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সরকারি হিসাব মতে সারাদেশে বিদ্যুতের কোন ঘাটতি না থাকলেও লোডশেডিং-এর অব্যাহত যন্ত্রনায় দুঃসহ হয়ে উঠছে শেরপুরবাসীর জীবন। সময়-অসময়ে দেখা দিচ্ছে বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি। বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার ত্রুটির কারণে সাধারণ মানুষকে দুঃসহ গরমে দিন-রাতই লোডশেডিংয়ের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।

এদিকে যখন বিদ্যুৎ থাকেনা এমন সময় বিদ্যুৎ বিভাগের অফিশিয়াল ল্যান্ড ফোন ব্যস্ত করে রাখা হয়। আবার রিসিভ করলেও দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে গ্রাহকদের। প্রচন্ড তাপদাহ যত তীব্র হয়, বিদ্যুতের লোডশেডিং যেন ততই পাল্লা দিয়ে বাড়তে থাকে। দিনে কয়েক ঘণ্টাব্যাপী লোডশেডিং দিয়ে শুরু হয়। সন্ধ্যার পরে দ্বিতীয় ধাপে আর রাতে চলে আসা যাওয়ার পালাক্রম যা শেষরাত পর্যন্ত চলে। তাছাড়া ঘন ঘন লোডশেডিংয়ে বিদ্যুৎ সংকটের ফলে বিপর্যয়ের মুখে পড়েছে শেরপুর উপজেলার এইচএসসি শিক্ষার্থীদের লেখাপড়া, ছোট-বড় কলকারখানাসহ বিদ্যুৎ নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠানগুলো, অফিশিয়াল কার্যক্রম, হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

সৈয়দা কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি ও শেরপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হালিম খোকন বলেন, কারণে অকারনে বিদ্যু লোডশেডিং দেখা দিচ্ছে এ ব্যাপারে অফিসে যোগাযোগ করলে আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচারণ করে। বৈশাখের খরতাপ অন্যদিকে বিদ্যুতের আসা যাওয়ার কারণে ক্রেতা মার্কেটমুখী হচ্ছেনা। আমরা বসে বসে দিন পার করছি।

মোবাইল মেকার মিঠু জানান, বর্তমান ডিজিটাল যুগ, প্রায় সকল কিছুই নিয়ন্ত্রিত হয় মোবাইল ফোন এবং কম্পিউটারে কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ে সমস্যায় পড়তে হচ্ছে। সঠিকভাবে মালামাল ডেলিভারীর দিতে পারছিনা না।

ভুক্তভোগি শাহিন জানান, এক ঘণ্টা পরপর ইলেক্ট্রিসিটি চলে যাচ্ছে। ইলেক্ট্রিসিটি থাকলেও ভোল্টেজ ওঠানামা করায় ফ্রিজ ও খাদ্য সামগ্রী নষ্টসহ দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। লোডশেডিংয়ের ফাঁদে পড়ে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি করছে।

তবে শেরপুরে ঘন ঘন লোডশেডিং হওয়ার পেছনে বরাদ্দকৃত মেগাওয়াটের বিপরীতে অতিরিক্ত বিদ্যুৎ সংযোগ দেয়ায় বিদ্যুৎ অফিসের অসাধু শ্রেনীর কতিপয় কর্মকর্তা কর্মচারীরাই দায়ি বলে দাবী করছেন সচেতন মহলসহ ভুক্তভোগীরা।
ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হলেও বিদ্যুৎ বিভাগের কতিপয় কর্মকর্তারা আঙ্গুল ফুলে কলা গাছ হলেও চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ।

শেরপুর নেসকো লিঃ এর নির্বাহী প্রকৌ: ফরিদ হাসানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং অফিসে না গেলে কোন তথ্য দেয়া হবেনা বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়