শিরোনাম
◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ ◈ রাজধানীতে মধ্যরাতে ৩ বাসে আগুন, পুড়েছে প্রাইভেটকারও ◈ পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলংকায় জঙ্গী বিরোধী অভিযানে নারী ও শিশুসহ নিহত ২০

সুস্মিতা সিকদার : শ্রীলংকার পূর্বাঞ্চলীয় প্রদেশের বাত্তিকোরায় সন্ত্রাসীদের খুঁজতে গিয়ে একদল অস্ত্রধারী জঙ্গীর সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনময়ে শিশুসহ ২০ জন নিহত হয়েছে। ইয়ন,বিবিসি

স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, সেনাবাহিনী ওই অঞ্চলের একটি অস্থায়ী বোমা তৈরির কারখানা তল্লাশি করতে গেলে এই বন্ধুক যুদ্ধ শুরু হয়। সেনাবাহিনীর এক মুখপাত্র জানায়, ওই এলাকায় একটি বিষ্ফোরণের ঘটনা ঘটে। তখন তারা বিষয়টি খতিয়ে দেখতে গেলেই দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এছাড়া পুলিশ একই এলাকায় অন্য আরেকটি সন্ত্রাসী ঘাঁটির সন্ধান পায় । ওই স্থান থেকে বোমা তৈরির উপাদান এবং ব্যাগভর্তি ধাতব বল, গেলিগনাইট স্টিক এবং রাসায়নিক দ্রব্য উদ্ধার করে। এছাড়া সেখানে আইএস এর একটি পতাকাও পাওয়া যায়।

শ্রীলংকা সরকার প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করেছে সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য। শুক্রবার ১০ জনকে গ্রেপ্তার করে। পুলিশ রোববারের সন্ত্রাসী হামলার পর এখন পর্যন্ত মোট ৮০ জনকে আটক করা হয়েছে। প্রেসিডেন্ট সিরসিনা জানিয়েছেন, তাদের কাছে তথ্য আছে, প্রায় ১৪০ জন শ্রিলংকার নাগরিক আইএস এর সাথে যুক্ত। তিনি বলেছেন, আমরা সব জঙ্গীকে নির্মুল করবো। তিনি গণমাধ্যমকে আরো জানান, ২০১৩ সাল থেকে শ্রীলংকার যুবকরা জঙ্গীকর্মকা-ের সঙ্গে যুক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়