রাসেল হোসেন : ঢাকার ধামরাইয়ে জয়পুরা এলাকায় বাস ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী আইনজীবি খোকন (৩০)নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তুহিন (৩১) নামে আহত হয়েছেন আরও এক জন।
সোমবার(২২ এপ্রিল) সকালে ঢাকা আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত তুহিনকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহত খোকন আশুলিয়া থানার চাকলগ্রাম গ্রামের আব্দুল হালিমের ছেলে।
পুলিশ জানায়, মোটর সাইকেল যোগে কালামপুর থেকে নয়ারহাট যাওয়ার পথে জয়পুরা এলাকায় পৌঁচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখামুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে আইনজীবি খোকন নিহত হয়।এ ঘটনায় সাথে থাকা তুহিন নামে আরেক ব্যাক্তি আহত হয়।
নিহতর বিষয়টি নিশ্চিত করে ধা্মরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)দীপক চন্দ্র সাহা জানান,আমরা নিহতর লাশ উদ্ধার করেছি এবং লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছি। আহত ব্যক্তিকে হাসপাতালে প্রেরন করা হয়েছে।এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।বাসটি আটক করা হয়েছে।ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি।ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।
বার্তা