শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৫ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন ম্যাচ পর জয় দেখলো চট্টগ্রাম আবাহনী

নিজস্ব প্রতিবেদক : জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলেও হঠাৎ করেই পথ হারিয়েছিল চট্টগ্রাম আবাহনী। তবে তিন ম্যাচ পর আবারও জয়ে ফিরেছে চট্টলারা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৩-২ গোলে জয়ের পথে ফিরেছে দলটি।

ম্যাচের একাদশ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল চট্টগ্রাম আবাহনী। কৌশিক বড়–য়ার কর্নার বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন ব্রাদার্সের ডিফেন্ডার শফিকুল ইসলাম।

৩৩ মিনিটে সতীর্থের ফ্রি কিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমার হেড জালের দিকে ছুটছিল। শেষ মুহূর্তে মানাফ রাব্বী আরেকটা টোকা দিলে সমতায় ফেরে ব্রাদার্স। দ্বিতীয়ার্ধের শুরুতে তিন বিদেশির মিলিত প্রচেষ্টায় ফের এগিয়ে যায় চট্টগ্রামের দলটি। দেনিয়েল আরমাহর লম্বা করে বাড়ানো বল আওয়ালা মাগালান হেড করার পর পেয়ে যান মোমোদু বাহ। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড।

৫৬ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় চট্টগ্রাম আবাহনী। শাহেদ হোসেনকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন মাগালান। শাহেদের ফিরতি ক্রস গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সুযোগ কাজে লাগান সামনে থাকা কৌশিক।

৬৪ মিনিটে ডি-বক্সে লাওয়ালের হাতে বল লাগায় পেনাল্টি পায় ব্রাদার্স। সফল স্পট কিকে স্কোরলাইন ৩-২ করেন ব্রাদার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিমা। পাঁচ ম্যাচে দুই জয় দুই ড্র ও এক হারে পয়েন্ট টেবিলের ছয়ে থাকা চট্টলাদের পয়েন্ট ৮।

  • সর্বশেষ
  • জনপ্রিয়