শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৫ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন ম্যাচ পর জয় দেখলো চট্টগ্রাম আবাহনী

নিজস্ব প্রতিবেদক : জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলেও হঠাৎ করেই পথ হারিয়েছিল চট্টগ্রাম আবাহনী। তবে তিন ম্যাচ পর আবারও জয়ে ফিরেছে চট্টলারা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৩-২ গোলে জয়ের পথে ফিরেছে দলটি।

ম্যাচের একাদশ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল চট্টগ্রাম আবাহনী। কৌশিক বড়–য়ার কর্নার বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন ব্রাদার্সের ডিফেন্ডার শফিকুল ইসলাম।

৩৩ মিনিটে সতীর্থের ফ্রি কিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমার হেড জালের দিকে ছুটছিল। শেষ মুহূর্তে মানাফ রাব্বী আরেকটা টোকা দিলে সমতায় ফেরে ব্রাদার্স। দ্বিতীয়ার্ধের শুরুতে তিন বিদেশির মিলিত প্রচেষ্টায় ফের এগিয়ে যায় চট্টগ্রামের দলটি। দেনিয়েল আরমাহর লম্বা করে বাড়ানো বল আওয়ালা মাগালান হেড করার পর পেয়ে যান মোমোদু বাহ। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড।

৫৬ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় চট্টগ্রাম আবাহনী। শাহেদ হোসেনকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন মাগালান। শাহেদের ফিরতি ক্রস গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সুযোগ কাজে লাগান সামনে থাকা কৌশিক।

৬৪ মিনিটে ডি-বক্সে লাওয়ালের হাতে বল লাগায় পেনাল্টি পায় ব্রাদার্স। সফল স্পট কিকে স্কোরলাইন ৩-২ করেন ব্রাদার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিমা। পাঁচ ম্যাচে দুই জয় দুই ড্র ও এক হারে পয়েন্ট টেবিলের ছয়ে থাকা চট্টলাদের পয়েন্ট ৮।

  • সর্বশেষ
  • জনপ্রিয়