এম এ হালিম,সাভার: সাভারে বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ "দেশী মুরগি সংরক্ষণ ও উন্নয়ন" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এক কর্মশালায় বিএলআরআই এর মহাপরিচালক ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারের মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আশরালী খাঁন খসরু।
বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। তিনি বলেন, আমাদের দেশে মুরগির তুলনায় ডিমের অনেক ঘাটতি রয়েছে তাই আমাদের দেশের খামারিদের দেশীয় মুরগি পালনে উৎসাহি করতে হবে। একসময় দেখা যাবে দেশের পণ্য বিদেশেও রপ্তানী হবে। মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন, আমার মন্ত্রণালয়ও থাকবে দুর্নীতি মুক্ত। এখানে কেউ দুর্নীতি করে পার পাবেনা। কেউ যদি দুর্নীতি করে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিকে রোধ করতে পারলে দেশ অনেক দুর এগিয়ে যাবে।
উপজেলা নির্বাচন উপলক্ষে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি দিয়ে তো দেশ চলে না, এমনিতেই তাদের জনসমর্থন নেই, দেখা যাক উপলজেলা নির্বাচনে তারা আসে কি না ? তারা নির্বাচনে হেরে যাবে বলে নির্বাচনে না আসার পরিকল্পনা করছে, বিএনপি হচ্ছে একটা ডুবন্ত তরী এটাকে যে ভাবেই টানুক তারা আর উঠতে পারবে না। তিনি আরো বলেন, কেউ যদি নির্বাচনে না আসে তাহলে বুঝতে হবে তাদের জনসমর্থন নেই, এটা জেনেই তারা নির্বাচনে আসবে না। তবে তারা নির্বাচনে আসলে আমরা স্বাগত জানাবো।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এনাম। তিনি বলেন, আমাদের ছোট দেশের ছোট ভূমি, এখানে জনসংখ্যা অনেক তাই মানুষের জন্য আরো দেশী মুরগি উৎপাদন বাড়াতে হবে। আমাদের দেশের উৎপাদিত পন্য আমরা খাবো, তবে ভালটা খাবো। মাননীয় প্রধানমন্ত্রী ও আমি বিএলআরআই এর জন্য গর্বিত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সচিব রইছউল আলম মন্ডল, প্রাণীসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন গনমাধ্যম কর্মী।