শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেষ্টা করি আমার আঙ্গুলের কারিশমা লুকিয়ে রাখতে, কিন্তু সম্ভব না: নারিন

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের প্রথম দিকে বিস্ময়কর স্পিনার ছিলেন নারিন। কিন্তু ধীরে ধীরে তাকে কিছুটা হলেও পড়তে শিখেছে ব্যাটসম্যানরা। যদিও এখনও নিজের বোলিংয়ের ধার দেখিয়েই যাচ্ছেন তিনি।

এলিমিনেটর ম্যাচ চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন এই স্পিনার। তার বোলিংয়েই চিটাগংকে স্বল্প রানে আটকে দিতে সক্ষম হয়েছে ঢাকা এবং জয় নিয়ে মাঠ ছেড়েছে। মাত্র ১৫ রান নিয়ে চার উইকেট নিয়েছেন নারিন, হয়েছেন ম্যাচ সেরা।

'হ্যাঁ, আমি আমার সর্বাত্মক চেষ্টা করি যতটুকু সম্ভব আমার আঙ্গুলের কাজ লুকিয়ে রাখার। কিন্তু ক্রিকেটে আপনি বেশি কিছু লুকিয়ে রাখতে পারবেন না। উইকেট আমাকে সাহায্য করেছে, আমি শুধু সহজাত বোলিং করে গেছি। আজ আমার দিন ছিল তাই সফল হয়েছি,' পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন নারিন।

ব্যাটিংয়ের শুরুতে ভালো অবস্থায় ছিল চিটাগং, সেখান থেকে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে হাতে আসেন নারিন। একে একে মুশফিকুর রহিম, রবি ফ্রাইলিঙ্ক, হার্দুস ভিজয়েন এবং সাদমান ইসলামের উইকেট নিয়ে চিটাগংকে ধ্বংসস্তূপে পরিণত করেন এই স্পিনার।

তাঁর বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রানে থেমে যায় ভাইকিংসের ইনিংস। ১৩৬ রানের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যায় ঢাকা ডায়নামাইটসের ব্যাটসম্যানরা। ছয় উইকেটের জয় নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়