শিরোনাম
◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেষ্টা করি আমার আঙ্গুলের কারিশমা লুকিয়ে রাখতে, কিন্তু সম্ভব না: নারিন

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের প্রথম দিকে বিস্ময়কর স্পিনার ছিলেন নারিন। কিন্তু ধীরে ধীরে তাকে কিছুটা হলেও পড়তে শিখেছে ব্যাটসম্যানরা। যদিও এখনও নিজের বোলিংয়ের ধার দেখিয়েই যাচ্ছেন তিনি।

এলিমিনেটর ম্যাচ চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন এই স্পিনার। তার বোলিংয়েই চিটাগংকে স্বল্প রানে আটকে দিতে সক্ষম হয়েছে ঢাকা এবং জয় নিয়ে মাঠ ছেড়েছে। মাত্র ১৫ রান নিয়ে চার উইকেট নিয়েছেন নারিন, হয়েছেন ম্যাচ সেরা।

'হ্যাঁ, আমি আমার সর্বাত্মক চেষ্টা করি যতটুকু সম্ভব আমার আঙ্গুলের কাজ লুকিয়ে রাখার। কিন্তু ক্রিকেটে আপনি বেশি কিছু লুকিয়ে রাখতে পারবেন না। উইকেট আমাকে সাহায্য করেছে, আমি শুধু সহজাত বোলিং করে গেছি। আজ আমার দিন ছিল তাই সফল হয়েছি,' পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন নারিন।

ব্যাটিংয়ের শুরুতে ভালো অবস্থায় ছিল চিটাগং, সেখান থেকে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে হাতে আসেন নারিন। একে একে মুশফিকুর রহিম, রবি ফ্রাইলিঙ্ক, হার্দুস ভিজয়েন এবং সাদমান ইসলামের উইকেট নিয়ে চিটাগংকে ধ্বংসস্তূপে পরিণত করেন এই স্পিনার।

তাঁর বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রানে থেমে যায় ভাইকিংসের ইনিংস। ১৩৬ রানের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যায় ঢাকা ডায়নামাইটসের ব্যাটসম্যানরা। ছয় উইকেটের জয় নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়