শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ অ্যাস্টন ভিলাকে ৪-১ গো‌লে হারা‌লো আর্সেনাল  ◈ সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ (ভিডিও) ◈ ব্যক্তিগত বাড়ি–গাড়ি নেই, সম্পদ ১ কোটি ৯৭ লাখ, জানা গেল তারেক রহমানের হলফনামায় ◈ খালেদা জিয়ার জানাজায় জনস্রোত: ভিড় সামলাতে খুলে দেয়া হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেট ◈ ছেলের বাসায় খালেদা জিয়া, কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান ◈ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ◈ গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭.৫ ডিগ্রি ◈ বিশ্বকাপের টিকিটের দামবৃদ্ধিতে পাত্তাই দিলেন না ফিফা সভাপতি ◈ ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেষ্টা করি আমার আঙ্গুলের কারিশমা লুকিয়ে রাখতে, কিন্তু সম্ভব না: নারিন

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের প্রথম দিকে বিস্ময়কর স্পিনার ছিলেন নারিন। কিন্তু ধীরে ধীরে তাকে কিছুটা হলেও পড়তে শিখেছে ব্যাটসম্যানরা। যদিও এখনও নিজের বোলিংয়ের ধার দেখিয়েই যাচ্ছেন তিনি।

এলিমিনেটর ম্যাচ চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন এই স্পিনার। তার বোলিংয়েই চিটাগংকে স্বল্প রানে আটকে দিতে সক্ষম হয়েছে ঢাকা এবং জয় নিয়ে মাঠ ছেড়েছে। মাত্র ১৫ রান নিয়ে চার উইকেট নিয়েছেন নারিন, হয়েছেন ম্যাচ সেরা।

'হ্যাঁ, আমি আমার সর্বাত্মক চেষ্টা করি যতটুকু সম্ভব আমার আঙ্গুলের কাজ লুকিয়ে রাখার। কিন্তু ক্রিকেটে আপনি বেশি কিছু লুকিয়ে রাখতে পারবেন না। উইকেট আমাকে সাহায্য করেছে, আমি শুধু সহজাত বোলিং করে গেছি। আজ আমার দিন ছিল তাই সফল হয়েছি,' পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন নারিন।

ব্যাটিংয়ের শুরুতে ভালো অবস্থায় ছিল চিটাগং, সেখান থেকে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে হাতে আসেন নারিন। একে একে মুশফিকুর রহিম, রবি ফ্রাইলিঙ্ক, হার্দুস ভিজয়েন এবং সাদমান ইসলামের উইকেট নিয়ে চিটাগংকে ধ্বংসস্তূপে পরিণত করেন এই স্পিনার।

তাঁর বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রানে থেমে যায় ভাইকিংসের ইনিংস। ১৩৬ রানের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যায় ঢাকা ডায়নামাইটসের ব্যাটসম্যানরা। ছয় উইকেটের জয় নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়