শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেষ্টা করি আমার আঙ্গুলের কারিশমা লুকিয়ে রাখতে, কিন্তু সম্ভব না: নারিন

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের প্রথম দিকে বিস্ময়কর স্পিনার ছিলেন নারিন। কিন্তু ধীরে ধীরে তাকে কিছুটা হলেও পড়তে শিখেছে ব্যাটসম্যানরা। যদিও এখনও নিজের বোলিংয়ের ধার দেখিয়েই যাচ্ছেন তিনি।

এলিমিনেটর ম্যাচ চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন এই স্পিনার। তার বোলিংয়েই চিটাগংকে স্বল্প রানে আটকে দিতে সক্ষম হয়েছে ঢাকা এবং জয় নিয়ে মাঠ ছেড়েছে। মাত্র ১৫ রান নিয়ে চার উইকেট নিয়েছেন নারিন, হয়েছেন ম্যাচ সেরা।

'হ্যাঁ, আমি আমার সর্বাত্মক চেষ্টা করি যতটুকু সম্ভব আমার আঙ্গুলের কাজ লুকিয়ে রাখার। কিন্তু ক্রিকেটে আপনি বেশি কিছু লুকিয়ে রাখতে পারবেন না। উইকেট আমাকে সাহায্য করেছে, আমি শুধু সহজাত বোলিং করে গেছি। আজ আমার দিন ছিল তাই সফল হয়েছি,' পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন নারিন।

ব্যাটিংয়ের শুরুতে ভালো অবস্থায় ছিল চিটাগং, সেখান থেকে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে হাতে আসেন নারিন। একে একে মুশফিকুর রহিম, রবি ফ্রাইলিঙ্ক, হার্দুস ভিজয়েন এবং সাদমান ইসলামের উইকেট নিয়ে চিটাগংকে ধ্বংসস্তূপে পরিণত করেন এই স্পিনার।

তাঁর বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রানে থেমে যায় ভাইকিংসের ইনিংস। ১৩৬ রানের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যায় ঢাকা ডায়নামাইটসের ব্যাটসম্যানরা। ছয় উইকেটের জয় নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়