শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেষ্টা করি আমার আঙ্গুলের কারিশমা লুকিয়ে রাখতে, কিন্তু সম্ভব না: নারিন

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের প্রথম দিকে বিস্ময়কর স্পিনার ছিলেন নারিন। কিন্তু ধীরে ধীরে তাকে কিছুটা হলেও পড়তে শিখেছে ব্যাটসম্যানরা। যদিও এখনও নিজের বোলিংয়ের ধার দেখিয়েই যাচ্ছেন তিনি।

এলিমিনেটর ম্যাচ চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন এই স্পিনার। তার বোলিংয়েই চিটাগংকে স্বল্প রানে আটকে দিতে সক্ষম হয়েছে ঢাকা এবং জয় নিয়ে মাঠ ছেড়েছে। মাত্র ১৫ রান নিয়ে চার উইকেট নিয়েছেন নারিন, হয়েছেন ম্যাচ সেরা।

'হ্যাঁ, আমি আমার সর্বাত্মক চেষ্টা করি যতটুকু সম্ভব আমার আঙ্গুলের কাজ লুকিয়ে রাখার। কিন্তু ক্রিকেটে আপনি বেশি কিছু লুকিয়ে রাখতে পারবেন না। উইকেট আমাকে সাহায্য করেছে, আমি শুধু সহজাত বোলিং করে গেছি। আজ আমার দিন ছিল তাই সফল হয়েছি,' পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন নারিন।

ব্যাটিংয়ের শুরুতে ভালো অবস্থায় ছিল চিটাগং, সেখান থেকে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে হাতে আসেন নারিন। একে একে মুশফিকুর রহিম, রবি ফ্রাইলিঙ্ক, হার্দুস ভিজয়েন এবং সাদমান ইসলামের উইকেট নিয়ে চিটাগংকে ধ্বংসস্তূপে পরিণত করেন এই স্পিনার।

তাঁর বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রানে থেমে যায় ভাইকিংসের ইনিংস। ১৩৬ রানের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যায় ঢাকা ডায়নামাইটসের ব্যাটসম্যানরা। ছয় উইকেটের জয় নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়