শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৪:৫৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ দিন পানি নেই কাঁঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে

ইমরান মিয়া : চার ‍দিন ধরে পানি নেই ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত বৃহস্পতিবার সকালে পানির পাম্পের বৈদ্যুতিক নিয়ন্ত্রণ বক্সে ত্রুটি দেখা দেয়ায় গোটা হসপাতালে পানি সরবারহ বন্ধ হয়ে যায়।

সোমবার (২৮ জানুয়ারি) পর্যন্ত পানি সরবারহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে রয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রায় অর্ধশত রোগী ও তাদের স্বজনরা। ডাক্তাররাও পড়েছেন ভোগান্তিতে। বাধ্য হয়ে গভীর নলকূপ ও খালের পানি দিয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপকূলীয় উপজেলা কাঁঠালিয়ার প্রায় দুই লাখ লোকের চিকিৎসা সেবা দিতে ১৯৬৩ সালে হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। শুরুতে এটি ছিল ৩১ বেডের। পরবর্তীতে ২০১৫ সালে এটিকে ৫১ বেডে উন্নিত করা হয়।

দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি হওয়া রোগী, তাদের স্বজন ও চিকিৎসকরা পাম্পের পানি দিয়েই তাদের প্রয়োজনীয় কাজ করতেন। কিন্তু বর্তমানে হাসপাতালে পানি না থাকায় চরম ভোগান্তি দেখা দিয়েছে। ব্যহত হচ্ছে চিকিৎসা সেবাও।

চিকিৎসা নিতে আসা মনোয়ারা বেগম বলেন, কলস অথবা বোতলে করে টিউবয়েলের পানি এনে তা দিয়ে প্রয়োজনীয় কাজ করতে হচ্ছে। এটা অনেক কষ্টের।

কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কামারুজ্জামান সোহাগ বলেন, পানির পাম্পে সমস্যার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়