শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ১২:৪২ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরনের পর ধর্ষণ, আটক ২

রক্সী খান, মাগুরা: মাগুরার শালিখা উপজেলার গোবরা পঞ্চ পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী (১৫)কে কথিত প্রেমিক প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরনের পর আটকে রেখে জোর পূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানায় মামলা। পুলিশ শাহিদা বেগম(৫৫) ও নাজমুল শেখ (৪০) নামের ২ ব্যক্তিকে আটক করেছে।

ভিকটিমের পিতা সদর শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগে জানান- গত ৫ই জুলাই বৃহস্পতিবার সকালে তার কন্যা মামা বাড়ি বাঘার পাড়া যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় সে মামা বাড়িতে যায় নাই।

পরবর্তীতে জানাযায় সানি নামের এক যুবক প্রায়ই মেয়ের সাথে কথা বলতো আর তার সহযোগী হিসেবে কাজ করতো সিরাজ গঞ্জ জেলার কাজিপুর থানার কাছিহারা গ্রামের মৃত গোলজার শেখের পুত্র নাজমুল শেখ (যার বর্তমান ঠিকানা এ/পি শেওড়া পাড়া,মীরপুর,ঢাকা) দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে মেয়েটির সাথে প্রেমজ সর্ম্পক গড়ে তোলে।

এর এক পর্যায়ে লোক মারফতে মেয়েটিকে ঢাকায় নিয়ে গিয়ে একটি ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণ করে। আর তার সহযোগী হিসেবে কাজ করে আসছিলো বরগুনা জেলার পাথর ঘাটা থানার খাসতবাক গ্রামের মৃত ইউনুছ আলীর স্ত্রী শাহিদা বেগম। যা পুলিশ ঢাকার কাফরুল থানা এলাকা থেকে মেয়ে সহ দুই জনকে আটক করেছে।

এব্যাপারে শালিখা থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং ০৫।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হোসেন জানান - এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে। ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়