শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০২:৩৩ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি নির্বাচনে এমপিদের প্রচারণা ঠেকাতে স্পিকারকে ইসির চিঠি

সাইদ রিপন: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা যাতে প্রচারণা না চালাতে পারে এজন্য স্পিকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

সচিব বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় অংশ নেয়ায় গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের মেয়রকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। স্পিকারকেও চিঠি দেয়া হয়েছে, যাতে সংসদ সদস্যরা তিন সিটি নির্বাচনে প্রচারণায় অংশ নিতে না পারেন। ইসি সচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান এইচ টি ইমাম বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, রাজশাহী সিটি নির্বাচনে খুলনা ও গাজীপুর সিটি মেয়রের প্রচারণায় অংশ নিয়ে আচরণ বিধি লঙ্ঘন করেনি। তিনি বলেন, গাজীপুর সিটি মেয়র এখনো শপথ নেননি এবং খুলনা সিটি মেয়র শপথ নিলেও দায়িত্বভার গ্রহণ করনেনি। কাজেই তারা আচরণ বিধি লঙ্ঘন করেননি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের কথা বলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেনে ইসি সচিব। আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে কী কথা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের হেলালুদ্দীন আহমদ বলেন, সামনে তিন সিটি নির্বাচন হবে। উনারা বলেছেন সুষ্ঠু নির্বাচনে কমিশনকে সার্বিক সহযোগিতা করবেন।

বিএনপির অভিযোগ করছে তাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এ বিষয়ে সচিব বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। তিন সিটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একবার বৈঠক করেছে ইসি পুনরায় তাদের ডাকার বিষয়ে তিনি বলেন, তিন সিটি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে তাদের ডাকা হয়েছে। তারা বলেছেন নির্বাচনের পরিবেশ ভালো আছে। এছাড়া নির্দেশনা দেয়া হয়েছে, যাতে কাউকে অহেতুক কাউকে হয়রানি করা না হয়। প্রসঙ্গত, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনে আগামী ৩০ জুলাই ভোটগ্রহণের হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়