তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কালী ভূষন বকসীর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক প্রাণ গোপাল দত্তের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ছাত্রবৃন্দ।
আলোচনা সভায় আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখ দুই দিনব্যাপী শতবর্ষ পূর্তি উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।