রবিন আকরাম : পুরনো নষ্ট হয়ে যাওয়া কিংবা ছিঁড়ে যাওয়া কোরআন ফেলে দেওয়ার রীতি নেই পাকিস্তানে। তাই কোরানগুলো নির্দিষ্ট জায়গায় কবর দেওয়া হয়। কেউ কেউ ছিঁড়ে যাওয়া কোরআন কবর দেন।
পাকিস্তানের একটি স্বেচ্ছাসেবি সংস্থা পুরনো কোরআন জোগাড় করে এমন যায়গায় সেগুলো কবর দেয়া হয় যেখান দিয়ে মানুষ হাঁটে না।
৭০ বছর বয়সি পাকিস্তানি শাবাজ নিজের জমি দান করেছেন কোরআনের কবরস্থানের জন্য।
শাবাজ বলেন, ছেলেদের জন্য জমিটি কিনেছিলাম, যাতে তারা বাড়ি বানাতে পারে। সেই জমিরই অর্ধেকটা এই করস্থানের জন্য দান করেছি। সন্তানদের নিয়ে আমি নিজের হাতেই কোরআনের জন্য কবর খোঁড়ি। আরো কিছু স্বেচ্ছাসেবক আমাদের সাহায্য করেন।
তিনি জানান, একটা কবর খোঁড়তে ১০ দিনও সময় লেগে যায়। পরে পরিষ্কার সাদা কাপড় দিয়ে কবরটি মোড়ানো হয়। ব্যাগ বা বস্তায় ভরে ভরে ছেঁড়া কোরআনগুলো কবরে নামানো হয়। সেগুলো সাঁরিবদ্ধভাবে সাজিয়ে কবর দেয়া হয়। সূত্র : ডয়চে ভেলে
https://www.youtube.com/watch?61=&v=aW7f4JzrvKY