শিরোনাম
◈ জমজমের পর আরেক বরকতময় পানি—কাবার ছাদ থেকে ঝরে পড়া রহমতের নালা ◈ “ডলার বাজারে স্বস্তি: সংকটের অবসান নাকি সাময়িক বিরতি?” ◈ অবশেষে আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক ◈ বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: দিল্লিতে যে বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা ◈ তিন পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে চিঠি ◈ ভিসা নিয়ে যে বার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার ◈ “ডাকসু নির্বাচন নিয়ে হঠাৎ নাটকীয়তা, উত্তেজনায় ফেটে পড়ল ঢাবি ক্যাম্পাস” ◈ জিয়া পরিবার নিয়ে কুটুক্তি: বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ◈ ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআরের সহকারী কমিশনার মিতু বরখাস্ত

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২১ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে চুরি যাওয়া ৪টি গরু উদ্ধার, দুই চোর গ্রপ্তাের

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া চারটি গরু উদ্ধারসহ চোর চক্ররে দুই সদস্যকে গ্রপ্তাের করেছে। সোমবার দুপুরে গ্রপ্তােরকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাতে উপজেলার নসরতপুর ইউপির বিনাহালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রপ্তাের করা হয়।

গ্রপ্তােরকৃতরা হলো- উপজেলার বিনাহালি গ্রামের আকন্দপাড়ার মৃত হাসান কাজীর ছেলে হারুনুর রশিদ হারুন (৫৫) ও একই এলাকায় মৃত শমসের আলী আকন্দরে ছেলে ইদ্রসি আলী (৪৬)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রপ্তাের হারুনুর রশিদ হারুন চোর চক্ররে সদস্যদের সঙ্গে নিয়ে তার বসতবাড়ীতে চোরাই গরু রেখে বেচাকেনা করিছিলেন।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তেিত থানার এসআই ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিিত টের পেয়ে ৪-৫ জন পালিয়ে গেলেও হারুন ও ইদ্রসিকে গ্রপ্তাের করে পুলিশ। এসময় হরুনের গোয়াল ঘর থেকে দুইটি গরু উদ্ধার করা হয়।

এরপর গ্রপ্তােরকৃতদের দেওয়া তথ্যমতে, ইছাহাক আলী ইচন নামের এক ব্যক্তরি বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। তিনি পুলিশের উপস্থিিত টের পেয়ে কৌশলে পালিয়ে যান। এরপর তার বসতবাড়ীতে তল্লাশী চালিয়ে গোয়াল ঘর থেকে দুইটি গরু উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, স্থানিয়দের দেওয়া তথ্যানুযায়ী তারা পেশাদার এবং সংঘবদ্ধ চোর চক্ররে সদস্য। আদমদীঘি থানা এলাকা সহ পাশ্র্ববর্তী জেলা ও উপজেলার বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে নিজেদের দখলে রেখে ক্রয় বিক্রয় করে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়