শিরোনাম
◈ জমজমের পর আরেক বরকতময় পানি—কাবার ছাদ থেকে ঝরে পড়া রহমতের নালা ◈ “ডলার বাজারে স্বস্তি: সংকটের অবসান নাকি সাময়িক বিরতি?” ◈ অবশেষে আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক ◈ বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: দিল্লিতে যে বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা ◈ তিন পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে চিঠি ◈ ভিসা নিয়ে যে বার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার ◈ “ডাকসু নির্বাচন নিয়ে হঠাৎ নাটকীয়তা, উত্তেজনায় ফেটে পড়ল ঢাবি ক্যাম্পাস” ◈ জিয়া পরিবার নিয়ে কুটুক্তি: বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ◈ ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআরের সহকারী কমিশনার মিতু বরখাস্ত

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৭ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ-জাপাসহ ১৪ দলের বিরুদ্ধে বিচারের দাবি ২২ দলের

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের বিরুদ্ধে বিচারের দাবিতে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ২২টি রাজনৈতিক দল একমত হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে নূরুল হকের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। এ ছাড়া নূরের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রুততম সময়ে সব দলের উদ্যোগে একটি সর্বদলীয় প্রতিবাদ সভার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের সব পক্ষের মধ্যে ভেদাভেদ ভুলে পুনরায় ঐক্য গড়ার ব্যাপারেও সম্মতি হয়।

রাশেদ খান আরও বলেন, নূরের ওপর হামলা ছিল একটি টেস্ট কেস। তারা বুঝতে চেয়েছে, বিষয়টিতে কী ধরনের প্রতিক্রিয়া হয়।

২২ দলের এ বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপিসহ ২২টি দল সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন। এ ছাড়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে সবাই একমত হন। একই সঙ্গে শহীদ মিনারে সংহতি সমাবেশ আয়োজনে ২২টি দল একযোগে থাকবে বলেও একমত পোষণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়