শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০১:৩২ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে নারী গ্রেফতার

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নারীর নাম তৃষা দাস।

পুলিশ সূত্রে জানা গেছে, তৃষা দাস দীর্ঘদিন ধরে “তৃষা চৌধুরী” নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে ইসলাম ধর্ম ও নবী করিম (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর পোস্ট দিয়ে আসছিলেন। তার এসব পোস্ট স্থানীয় মুসলমানদের নজরে এলে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার পর Team Protect Our Sisters BD সংগঠনের স্থানীয় সদস্যরা বিষয়টি খতিয়ে দেখে প্রমাণসহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সংগঠনের পক্ষ থেকে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানি অভিযুক্তের উগ্রতা ও স্বীকারোক্তির প্রমাণসহ কুমিল্লা জেলা প্রশাসক এবং পুলিশ সুপার (এসপি)-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে জেলা প্রশাসক ও এসপি-র নির্দেশে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম সরাসরি অভিযান পরিচালনা করেন। Protect Our Sisters BD-এর সদস্যদের সহায়তায় অভিযানে গিয়ে পুলিশ তৃষা দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারের সময় তৃষা দাসের ব্যবহৃত মোবাইল ফোনে ইসলাম ধর্ম অবমাননার আলামত পাওয়া যায়। তবে তিনি সেসব প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ফোনটি পরবর্তীতে ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং উলামা সমাজের তৎপরতায় এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় তৃষা দাসের বিরুদ্ধে দণ্ডবিধির ১৫৩, ২৯৫ ও ২৯৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়