রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর থেকে নীলফামারী জেলার সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজের গ্রিডের সঞ্চালন সরকারি অ্যালুমিনিয়াম মার্টিন লাইনের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছে।
সৈয়দপুরের শেষ সীমানা থেকে পার্বতীপুর নেসকো কার্যালয় সুন্দরীপাড়া রেলগেট সামনের খুঁটির ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইনের খুঁটি থেকে তার কেটে নিয়ে যায় চোরের দল। প্রতিটির দৈর্ঘ্য আনুমানিক ১৭ কিলোমিটার মিলে ৩টি তারের দৈর্ঘ্য ৫১ কিলোমিটার। স্থানীয় বিদ্যুৎ বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। চুরি দৃশ্যমান হলেও সংশ্লিষ্ট নীরব। কর্তৃপক্ষের গাফিলতি আর অসাধু কর্মকর্তার মদতে পরিকল্পিতভাবে তারগুলো চুরি হয়েছে সচেতন মহলের দাবি।
সৈয়দপুর পাওয়ার গ্রিড থেকে ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইনের মাধ্যমে পার্বতীপুর বিদ্যুৎ বিতরণ কার্যালয়ে (নেসকো) সঞ্চালন লাইন দেয়া হয়। ২০২০ সালে কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র থেকে ১৫ কিলোমিটার ৩৩ হাজার ভোল্টেজ গ্রিডের লাইন সংযোগ নেয় পার্বতীপুর নেসকো অফিস। বন্ধ হয়ে যায় সৈয়দপুর পাওয়ার গ্রিডের ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইন। অকার্যকর ও অরক্ষিত অবস্থায় পড়ে থাকে সৈয়দপুর থেকে পার্বতীপুর নেসকো কার্যালয় পর্যন্ত ১৭ কিলোমিটার বন্ধ সঞ্চালন লাইন। চোরের দল রাতে পার্বতীপুর নেসকো কার্যালয়ের সামনে থেকে ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইন তার কেটে নিয়ে যায়।
সরজমিনে, সৈয়দপুর গ্রিড থেকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনী বাজার থেকে পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডি ইউনিয়নের মুন্সিপাড়া, বেলাইচন্ডি বাজার, জাকেরগঞ্জ, বান্নিনরঘাট গ্রামের পেছনে ধান খেত হয়ে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ধার দিয়ে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা হয়ে শহরে প্রবেশ করে ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইন। তারপর পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল পূর্বদিক হয়ে সুন্দরীপাড়া রেলগেট হয়ে ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইনের খুঁটি নেয়া হয় পার্বতীপুর বিদ্যুৎ অফিসে। বর্তমানে খুঁটিগুলো নিধিরামের মতো দাঁড়িয়ে আছে।
বেলাইচন্ডি বুড়িরহাট এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ্যে অনিচ্ছুক তারা বলেন, কে বা কারা কারেন্টের তার নিয়ে গেছে। বাড়ির পাশে ক্ষেতের খুঁটির ওপর দিয়ে তিন তার বিদ্যুতের সঞ্চালন লাইন দেখে আসছি জন্মের পর থেকে। হঠাৎ দেখি খুঁটিতে তার নেই, ফাঁকা পড়ে আছে।
পার্বতীপুর নেসকো একটি সূত্র জানায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন এমন অ্যালুমিনিয়াম মার্টিন খোলা বাজারে তার পাওয়া যায় না। এতে সরকারের কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছে। পার্বতীপুর বিক্রয় ও বিতরণ কেন্দ্র নেসকো কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান সাংবাদিদের জানান, পার্বতীপুর থেকে সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজের গ্রিডের সঞ্চালন বৈদ্যুতিক লাইনের তার চুরির ঘটনা ঘটছে। আমি ছুটিতে আছি। আগামীকাল অফিসে কথা বলবো। সন্ধ্যা সোয়া ৬টায় চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে, পার্বতীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের পার্বতীপুর আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা সাংবাদিদের বলেন, তথ্য নিতে হলে, অফিসে তথ্য অধিকার ফরম আছে, তা পুরন করে তথ্য নিতে হবে বলে জানান।