শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০৫:৩০ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনের শুরুতেই সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর ও হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

গাজীপুর হাইওয়ে পুলিশের এসআই আ. মালেক জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি খালি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন।

পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মাইক্রোবাস থেকে বের করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় নবীগঞ্জ উপজেলার পিটুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের কারও পরিচয় এখনও জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়