শিরোনাম
◈ ব্যক্তিগত বাড়ি–গাড়ি নেই, সম্পদ ১ কোটি ৯৭ লাখ, , জানা গেল তারেক রহমানের হলফনামায় ◈ খালেদা জিয়ার জানাজায় জনস্রোত: ভিড় সামলাতে খুলে দেয়া হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেট ◈ ছেলের বাসায় খালেদা জিয়া, কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান ◈ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ◈ গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭.৫ ডিগ্রি ◈ বিশ্বকাপের টিকিটের দামবৃদ্ধিতে পাত্তাই দিলেন না ফিফা সভাপতি ◈ ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে নেয়া হচ্ছে বাসভবন ফিরোজায় ◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০১ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপীয় নেতাদের ঘুষ দিয়েছিলো ট্রাম্প সহকারী ম্যানাফোর্ট

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ক্যাম্পেইন ম্যানেজার পল ম্যানাফোর্টের বিরুদ্ধে রাশিয়াপন্থী ইউরোপের রাজনীতিবিদদের ২৫ লাখ ডলার ঘুষ দেয়ার অভিযোগ উঠেছে। এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলারের দায়ের করা মামলায় এমন তথ্য উঠে এসেছে।

রবার্ট মুলারের করা এ মামলায় ম্যানাফোর্টের বিরুদ্ধে রাশিয়া সমর্থিত ইউক্রেনের এক নেতাকে উল্লেখ করা হয়েছে। মুলার জানিয়েছেন, ‘ইউক্রেনের পক্ষে রাখার জন্য হেপসবার্গ নামে সাবেক রাজনীতিবিদদের একটি গ্রুপকে অর্থ দেয়া হয়েছিল। অভিযোগপত্রটিতে বলা হয়, মাত্র এক বছর সচল থাকা এ গ্রুপটি ‘সাবেক ইউরোপিয়ান চ্যান্সেলরের’ ব্যবস্থাপনায় দলটি পরিচালিত হয়েছে। এ দলের সদস্যরা মার্কিন আইনপ্রণেতা ও হোয়াইট হাউজের কর্মকর্তাদের প্রভাবিত করার চেষ্টা করে।

এছাড়াও ২০০৬-১৪ সাল পর্যন্ত ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। যারমধ্যে মুদ্রা পাচার, কর ফাঁকি ও ব্যাংক জালিয়াতি ইত্যাদি। ২০১০ সালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। যদিও ২০১৪ সালে ইয়ানুকোভিচের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় আন্দোলনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। নির্বাসনের পরই তার সাথে কাজ বন্ধ করে দেন ম্যানাফোর্ট, এরপরই ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় যোগ দেন তিনি। গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়