শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:২১ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশ রুলমডেল: ইকবাল সোবহান চৌধুরী

আহমেদ জাফর: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ট ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, পাকিস্তান এখন একটি ব্যর্থ রাষ্ট্র আর বাংলাদেশ বিশ্বের কাছে রুল মডেল। পাকিস্তানকে যারা অনুসরণ করে তারাও ব্যর্থ দলে পরিণত হয়েছে। সকল দিকে থেকে বাংলাদেশ এখন একটি অন্যতম শক্তিশালী দেশ। বুধবার জাতীয় প্রেসক্লাবে দৈনিক বঙ্গজননী দুইযুগ পূর্তির উপলক্ষ্যে প্রধান অথিতির বক্তবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যাদের কাছে থেকে বাংলাদেশ বিজয় ছিনিয়ে এনেছে সেই পরাজিত শক্তি পাকিস্তান থেকে সবদিগ থেকে এগিয়ে আছে। বাংলাদেশ বিশ্বের কাছে এখন আর তলা বিহীন ঝুড়ি না । বাংলাদেশ একটি রুল মডেল। সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কারণে।

এ উপদেষ্টা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছেন তার কন্যা শেখ হাসিনা দেশকে সমৃদ্ধশালী করে উন্নত দেশ গড়ে তুলছেন। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হওয়ার লক্ষ্য ছিলো কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ২০২৫ সালে উন্নত সমৃদ্ধশালী স্বংয়সম্পূর্ণ দেশে পরিণত হবে। শেখ হাসিনা বিশ্বের মায়াবী সরকার এটা প্রমাণ হয় নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার মাধ্যমে।

বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে বিশ্বের কাছে একবার পরিচিত করেছেন আরেকবার তার কন্যা শেখ হাসিনা রোঙ্গিাদের আশ্রয় দিয়ে বিশ্বের কাছে প্রশংসীত হয়েছেন।
তিনি মিডিয়া জগতের কথা উল্লেখ করে বলেন, এ সরকারের আমলে সাংবাদিকের সবচেয়ে বেশি সুবিধা দিয়েছেন। তাদের স্বাধীন ভাবে কাছ করার অধিকার দিয়েছেন বাংলাদেশে একটি ইতিহাস হয়ে থাকবে। শেখ হাসিনা সাংবাধিক বান্ধব মিডিয়া ব্যক্তিত্ব বলে ধন্যবাদ দেন।

এসময় আরো উপস্তিত ছিলেন নৌমন্ত্রীর সহধর্মণী সৈয়দা রোকেয়া বেগম,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুজ্জান জিয়া, আব্দুল মতিনসহ প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়