সাইদুর রহমান: ফিলিস্তিনে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হলে হামাস নেতা হত্যার নতুন ছক কষে ইসরালের গোয়েন্দা সংস্থা মোসাদ। এ্রই ধারাবাহিকতায় লেবাননে বসবাসরত হামাস নেতা মুহাম্মাদ আবু হামজা হামদানকে হত্যার জন্য গত ১৪ জানুয়ারি গাড়িবোমা হামলা চালায় মোসাদ। তবে প্রাণে বেঁচে যান হামাসের এ নেতা; ওই হামলায় তিনি সামান্য আহত হন।
লেবাননের সামরিক ও নিরাপত্তা বাহিনীর গোয়েন্দারা কঠোর তদন্তের মাধ্যমে ওই গুপ্তচরকে ৩৮ বছর বয়সী আহমাদ বাইতিয়া বলে চিহ্নিত করতে সক্ষম হন।
হামলার বিস্ফোরণে হামদান তার পায়ে আাঘাত পান এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণে হামদানের গাড়িটি সম্পূর্ণভাবে বিধ্স্ত হয় এবং পাশের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুনে নেভান। সূত্র : খালিজ অনলাইন