শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল’রিয়েল ক্যাম্পেইন থেকে সরে দাঁড়ালেন ব্রিটিশ হিজাবি মডেল

সান্দ্রা নন্দিনী: ব্রিটিশ বিউটি ব্লগার আমেনা খান জানিয়েছেন, জনপ্রিয় আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী ব্র্যান্ড ল’রিয়েলের ক্যাম্পেইন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে আমেনা জানান, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী তাকে নিয়ে ওঠা সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এছাড়া, ২০১৪ সালে ইসরায়েল-বিরোধী টুইটের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ওই টুইটের জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। বৈচিত্র্যময়তা আমার সবসময়ই খুব পছন্দের। তবে, আমি কখনও কারও বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি হোক তা চাই না। একারণেই মন্তব্যগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। কেননা, সেগুলো আমাকে সঠিকভাবে উপস্থাপন করে না।’
আমেনা বলেন, সম্প্রতি আমি একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলাম। এতে আমি খুবই খুশি ছিলাম কারণ এর মাধ্যমে আমি অনেক মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছি। তবে, পরবর্তীতে এটিকে ঘিরে বহু মানুষের বিরূপ মন্তব্যের মাধ্যমে তাদের অনুভূতিতে আঘাত লাগার বিষয়টি বুঝতে পেরে এর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ’
আমেনা আশা প্রকাশ করেন, তাকে দেখে অন্যান্য হিজাবি নারীরাও উৎসাহী হবেন।
ল’রিয়েল মুখপাত্র এপ্রসঙ্গে জানান, ‘আমরা আমেনার ইসরায়েল-বিরোধী টুইটের জন্য দুঃখপ্রকাশকে সাধুবাদ জানাই। ল’রিয়েল বিশ্বের সকল মানুষের সম্মান রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। তাই আমাদের ক্যাম্পেইন থেকে আমেনার সরে দাঁড়ানোর সিদ্ধান্তের প্রতি সম্মতি জানিয়েছি।’ ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়