সান্দ্রা নন্দিনী: ব্রিটিশ বিউটি ব্লগার আমেনা খান জানিয়েছেন, জনপ্রিয় আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী ব্র্যান্ড ল’রিয়েলের ক্যাম্পেইন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে আমেনা জানান, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী তাকে নিয়ে ওঠা সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এছাড়া, ২০১৪ সালে ইসরায়েল-বিরোধী টুইটের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ওই টুইটের জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। বৈচিত্র্যময়তা আমার সবসময়ই খুব পছন্দের। তবে, আমি কখনও কারও বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি হোক তা চাই না। একারণেই মন্তব্যগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। কেননা, সেগুলো আমাকে সঠিকভাবে উপস্থাপন করে না।’
আমেনা বলেন, সম্প্রতি আমি একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলাম। এতে আমি খুবই খুশি ছিলাম কারণ এর মাধ্যমে আমি অনেক মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছি। তবে, পরবর্তীতে এটিকে ঘিরে বহু মানুষের বিরূপ মন্তব্যের মাধ্যমে তাদের অনুভূতিতে আঘাত লাগার বিষয়টি বুঝতে পেরে এর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ’
আমেনা আশা প্রকাশ করেন, তাকে দেখে অন্যান্য হিজাবি নারীরাও উৎসাহী হবেন।
ল’রিয়েল মুখপাত্র এপ্রসঙ্গে জানান, ‘আমরা আমেনার ইসরায়েল-বিরোধী টুইটের জন্য দুঃখপ্রকাশকে সাধুবাদ জানাই। ল’রিয়েল বিশ্বের সকল মানুষের সম্মান রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। তাই আমাদের ক্যাম্পেইন থেকে আমেনার সরে দাঁড়ানোর সিদ্ধান্তের প্রতি সম্মতি জানিয়েছি।’ ডেইলি মেইল