শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল’রিয়েল ক্যাম্পেইন থেকে সরে দাঁড়ালেন ব্রিটিশ হিজাবি মডেল

সান্দ্রা নন্দিনী: ব্রিটিশ বিউটি ব্লগার আমেনা খান জানিয়েছেন, জনপ্রিয় আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী ব্র্যান্ড ল’রিয়েলের ক্যাম্পেইন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে আমেনা জানান, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী তাকে নিয়ে ওঠা সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এছাড়া, ২০১৪ সালে ইসরায়েল-বিরোধী টুইটের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ওই টুইটের জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। বৈচিত্র্যময়তা আমার সবসময়ই খুব পছন্দের। তবে, আমি কখনও কারও বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি হোক তা চাই না। একারণেই মন্তব্যগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। কেননা, সেগুলো আমাকে সঠিকভাবে উপস্থাপন করে না।’
আমেনা বলেন, সম্প্রতি আমি একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলাম। এতে আমি খুবই খুশি ছিলাম কারণ এর মাধ্যমে আমি অনেক মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছি। তবে, পরবর্তীতে এটিকে ঘিরে বহু মানুষের বিরূপ মন্তব্যের মাধ্যমে তাদের অনুভূতিতে আঘাত লাগার বিষয়টি বুঝতে পেরে এর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ’
আমেনা আশা প্রকাশ করেন, তাকে দেখে অন্যান্য হিজাবি নারীরাও উৎসাহী হবেন।
ল’রিয়েল মুখপাত্র এপ্রসঙ্গে জানান, ‘আমরা আমেনার ইসরায়েল-বিরোধী টুইটের জন্য দুঃখপ্রকাশকে সাধুবাদ জানাই। ল’রিয়েল বিশ্বের সকল মানুষের সম্মান রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। তাই আমাদের ক্যাম্পেইন থেকে আমেনার সরে দাঁড়ানোর সিদ্ধান্তের প্রতি সম্মতি জানিয়েছি।’ ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়