শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৬ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবিধানিক বেঞ্চে নাম নেই সেই চার বিচারপতির

ডেস্ক রিপোর্ট :  ভারতের প্রধান বিচারপতির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ চার বিচারপতিকে বাদ দিয়ে সাংবিধানিক বেঞ্চ গঠণের ঘোষণা দেওয়া হয়েছে। গত সোমবার পাঁচজন বিচারপতির সমন্বয়ে এ বেঞ্চ গঠনের কথা ঘোষণা করা হয়।

এর একদিন আগে সর্বোচ্চ আদালতের বিচারপতিদের বিরোধ নিয়ে বিচার বিভাগে সৃষ্ট নজিরবিহীন সংকট দু-তিন দিনেই মিটে যাবে বলে আশা প্রকাশ করেছিলেন ভারতের বার কাউন্সিলের সভাপতি মনন কুমার মিশ্র। প্রধান বিচারপতি দীপক মিশ্রর সঙ্গে ওই দিন সন্ধ্যায় বার কাউন্সিলের সাত সদস্যের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে তিনি এ আশা ব্যক্ত করেন। বিরোধ নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে ওই সাক্ষাৎ করে। তাঁরা সর্বোচ্চ আদালতের অন্য বিচারপতিদের সঙ্গেও দেখা করেছেন।

গত শুক্রবার চার জ্যেষ্ঠ বিচারপতি জে চেলামেশ্বর, রঞ্জন গগৈ, মদন লোকুর ও কুরিয়েন জোসেফ প্রধান বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে নিরপেক্ষতা রক্ষা না করা ও পক্ষপাতের অভিযোগ তোলেন। সেই সঙ্গে মামলা বণ্টনে স্বচ্ছতা অবলম্বন না করারও অভিযোগ করেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের আরেক বিচারপতি বি এইচ লয়ার মৃত্যুর ঘটনায় জনস্বার্থে দায়ের করা মামলার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।

আদালত সূত্র জানায়, প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে অসন্তোষ জানানো জ্যেষ্ঠ চার বিচারপতিকে বাদ দিয়ে যে সাংবিধানিক বেঞ্চ গঠন করা হলো তা দেশের অনেক গুরুত্বপূর্ণ মামলার ভাগ্য নির্ধারণ করবে।

এদিকে চলমান সংকট নিরসনে গতকাল মঙ্গলবার সেই চার বিচারপতির সঙ্গে বৈঠক করেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। মাত্র ১৫ মিনিটের ওই বৈঠকে কি ফলাফল হয়েছে তা জানা যায়নি। তবে বৈঠক সূত্রে বলা হয়েছে, সংকট নিরসনের উদ্যোগ শুরু হয়েছে।  সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়