শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৬ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে যাত্রীর অন্তর্বাস থেকে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার

মাসুদ আলম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনোয়ার হোসেন নামে এক যাত্রীর অন্তর্বাস থেকে ৪ কেজি ২৮৬ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। এর প্রতিটির ওজন ৯৯.৭০ গ্রাম এগুলোর মূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা। সোমবার রাতে এসব বারসহ ওই যাত্রীকে আটক করা হয়।

মঙ্গলবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আনোয়ার হোসেন সোমবার রাত ৯টায় সিঙ্গাপুর থেকে শাহজালালে এসে পৌঁছান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখেন শুল্ক গোয়েন্দারা। গ্রিন চ্যানেল পেরোনোর পর যাত্রীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। তবে সুনির্দিষ্ট তথ্য ও যাত্রীর কথাবার্তায় অসঙ্গতি থাকায় আনোয়ারকে ব্যাগেজ কাউন্টারে এনে শুল্ক গোয়েন্দারা দেহ তল্লাশি করেন। রাত প্রায় ১টায় তার অন্তর্বাসের ভেতর কালো কাপড়ে মোড়ানো অবস্থায় ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বারগুলো রেজাউল নামের এক ব্যক্তির জন্য নিয়ে এসেছেন বলে আটক যাত্রী দাবি করেন। তিনি সিঙ্গাপুরে যাতায়াতের টিকিট ও ৫০ হাজার টাকার বিনিময়ে এই স্বর্ণ বহন করছিলেন বলে জানান।

জিজ্ঞাসাবাদে নিজেকে লাগেজ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন আনোয়ার হোসেন। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। এ মাসে দু’বার ঢাকা থেকে সিঙ্গাপুরে যাতায়াত করেছেন এই যাত্রী। গত বছর তিনি পাঁচবার বিদেশ গমন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়