শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৬:০৭ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেকুয়ায় দুর্বৃত্তের গুলিতে স্কুল শিক্ষক আহত

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া : কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তের গুলিতে নিরুপম দাশ (৪৫) নামের এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছে।

রোববার রাত ৯টার দিকে উপজেলার রাজাখালী এলাকার রব্বত আলী পাড়ায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা আহত স্কুল শিক্ষককে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত স্কুল শিক্ষক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরই কড়া এলাকার মৃত নেপাল চন্দ্র দাশের ছেলে। তিনি রাজাখালী এয়ার খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয়রা জানান, রাতে রব্বত আলী পাড়া থেকে প্রাইভেট পড়ানো শেষে শিক্ষক নিরুপম স্কুলে ফিরছিলেন। এসময় কুয়াশাছন্ন অন্ধকারে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে তিনি আহত হন। পরে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়