শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৫:০১ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ আটে বার্সা সেরা দশে মেসি

স্পোর্টস ডেস্ক: কোপা দেল রে’র রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে মেসি জাদুতে সেল্টা ভিগোকে ৫-০ গোলে হারিয়েছে কাতালানরা। এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচটিতে জোড়া গোল করেন বার্সা ফরোয়ার্ড লিওনেল মেসি। এ ম্যাচে জোড়া গোলের মধ্যে দিয়ে কোপা দেল রে’র ইতিহাসে সেরা গোলদাতাদের মধ্যে প্রথম দশে নিজের নাম লিখিয়েছেন তিনি।

গত সপ্তাহে সেল্টার মাঠেই প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো। দুই ম্যাচ মিলিয়ে বার্সা এগিয়ে ৬-১ ব্যবধানে। বৃহস্পতিবার রাতে ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলেছে কাতালানরা। বিরতিতে যাওয়ার আগেই প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়ে জয়টা মোটামুটি নিশ্চিত করে মেসি-সুয়ারেজরা।

ম্যাচের ১৩ মিনিটেই বাঁ-দিক থেকে আলবার পাঠানো বলকে জালে পাঠিয়ে জয়ের শুরুটা করেন মেসি। তার ঠিক দুই মিনিট পরই আলবাকে বল বাড়িয়ে ডি-বক্সে ফিরতি বল জালে পাঠান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মেসির হ্যাটট্রিক মিস হলেও ২৮ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার আলবা ডি-বক্সে ফাঁকা পেয়ে দারুণ শটে গোল করেন। এর তিন মিনিটের মাথায় অনেকটা রোমাঞ্চকর গোল দিয়ে ব্যবধান ৩-০ করেন লুইস সুয়ারেজ। বিরতির পর জয়টা নাগালে চলে আসলে মেসি ও আন্দ্রেসকে তুলে নেয় বার্সা। তারপর ৮৭তম মিনিটে শেষ গোলটা করেন ইভান রাকিতিচ। ফলে, ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এরই মধ্যে রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, আলাভেস, সেভিয়া, এস্প্যানিওল ও লেগানেস স্পেনের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে। গোল

  • সর্বশেষ
  • জনপ্রিয়