শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৫:০১ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ আটে বার্সা সেরা দশে মেসি

স্পোর্টস ডেস্ক: কোপা দেল রে’র রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে মেসি জাদুতে সেল্টা ভিগোকে ৫-০ গোলে হারিয়েছে কাতালানরা। এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচটিতে জোড়া গোল করেন বার্সা ফরোয়ার্ড লিওনেল মেসি। এ ম্যাচে জোড়া গোলের মধ্যে দিয়ে কোপা দেল রে’র ইতিহাসে সেরা গোলদাতাদের মধ্যে প্রথম দশে নিজের নাম লিখিয়েছেন তিনি।

গত সপ্তাহে সেল্টার মাঠেই প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো। দুই ম্যাচ মিলিয়ে বার্সা এগিয়ে ৬-১ ব্যবধানে। বৃহস্পতিবার রাতে ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলেছে কাতালানরা। বিরতিতে যাওয়ার আগেই প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়ে জয়টা মোটামুটি নিশ্চিত করে মেসি-সুয়ারেজরা।

ম্যাচের ১৩ মিনিটেই বাঁ-দিক থেকে আলবার পাঠানো বলকে জালে পাঠিয়ে জয়ের শুরুটা করেন মেসি। তার ঠিক দুই মিনিট পরই আলবাকে বল বাড়িয়ে ডি-বক্সে ফিরতি বল জালে পাঠান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মেসির হ্যাটট্রিক মিস হলেও ২৮ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার আলবা ডি-বক্সে ফাঁকা পেয়ে দারুণ শটে গোল করেন। এর তিন মিনিটের মাথায় অনেকটা রোমাঞ্চকর গোল দিয়ে ব্যবধান ৩-০ করেন লুইস সুয়ারেজ। বিরতির পর জয়টা নাগালে চলে আসলে মেসি ও আন্দ্রেসকে তুলে নেয় বার্সা। তারপর ৮৭তম মিনিটে শেষ গোলটা করেন ইভান রাকিতিচ। ফলে, ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এরই মধ্যে রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, আলাভেস, সেভিয়া, এস্প্যানিওল ও লেগানেস স্পেনের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে। গোল

  • সর্বশেষ
  • জনপ্রিয়