শিরোনাম
◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৫:০১ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ আটে বার্সা সেরা দশে মেসি

স্পোর্টস ডেস্ক: কোপা দেল রে’র রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে মেসি জাদুতে সেল্টা ভিগোকে ৫-০ গোলে হারিয়েছে কাতালানরা। এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচটিতে জোড়া গোল করেন বার্সা ফরোয়ার্ড লিওনেল মেসি। এ ম্যাচে জোড়া গোলের মধ্যে দিয়ে কোপা দেল রে’র ইতিহাসে সেরা গোলদাতাদের মধ্যে প্রথম দশে নিজের নাম লিখিয়েছেন তিনি।

গত সপ্তাহে সেল্টার মাঠেই প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো। দুই ম্যাচ মিলিয়ে বার্সা এগিয়ে ৬-১ ব্যবধানে। বৃহস্পতিবার রাতে ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলেছে কাতালানরা। বিরতিতে যাওয়ার আগেই প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়ে জয়টা মোটামুটি নিশ্চিত করে মেসি-সুয়ারেজরা।

ম্যাচের ১৩ মিনিটেই বাঁ-দিক থেকে আলবার পাঠানো বলকে জালে পাঠিয়ে জয়ের শুরুটা করেন মেসি। তার ঠিক দুই মিনিট পরই আলবাকে বল বাড়িয়ে ডি-বক্সে ফিরতি বল জালে পাঠান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মেসির হ্যাটট্রিক মিস হলেও ২৮ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার আলবা ডি-বক্সে ফাঁকা পেয়ে দারুণ শটে গোল করেন। এর তিন মিনিটের মাথায় অনেকটা রোমাঞ্চকর গোল দিয়ে ব্যবধান ৩-০ করেন লুইস সুয়ারেজ। বিরতির পর জয়টা নাগালে চলে আসলে মেসি ও আন্দ্রেসকে তুলে নেয় বার্সা। তারপর ৮৭তম মিনিটে শেষ গোলটা করেন ইভান রাকিতিচ। ফলে, ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এরই মধ্যে রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, আলাভেস, সেভিয়া, এস্প্যানিওল ও লেগানেস স্পেনের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে। গোল

  • সর্বশেষ
  • জনপ্রিয়