মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ী জনপথ এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামে যুবক নিহত হয়েছেন।
শনিবার (৪ জুন) দিবাগত রাত আনুমানিক তিন টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি সিএনজি অটোরিকশা তুলে দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। চালক মো. সেলিম বলেন, আমি তাকে ঢামেকে'র জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ভোর পাঁচ টায় মৃত ঘোষণা করেন। তবে কি গাড়ির সাথে, বা কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানতে পারেননি।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ি থানাকে অবিহিত করা হয়েছে।
দুর্ঘটনার সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন নিহতের বোন বেলী আক্তার। তিনি বলেন আমাকে একজন ব্যক্তি ফোন করে জানিয়েছেন আপনার ভাই এক্সিডেন্ট করেছে। পরে আমি হাসপাতালে এসে তার মৃতদেহ দেখতে পাই।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার দক্ষিণ কদমতলীর মৃত আব্দুল আজিজ এর ছেলে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।
সে তেমন কিছু করতো না, নেশা করতো, ঠিকমতো বাসায় যেতো না। ঐ এলাকায় ঘুরাফেরা করতো।
প্রতিনিধি/এসএ
আপনার মতামত লিখুন :