শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ১১:১২ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, যুবকের মৃত্যু

বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্প

মোস্তাফিজ: রাজধানীর মুগদায় সিএনজি পাম্প থেকে ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় হিমেল (২৫) নামের এক ট্রাক শ্রমিক সামান্য আহত হয়েছে। 

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৫টার দিকে বেস্ট ইস্টার্ন সিএনজি সিলিং স্টেশন পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের চাচাতো ভাই মামুন তালুকদার বলেন, সাদ্দাম ৩ বছর ধরে ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিল। সকালে পুলিশের মাধ্যমে তার দুর্ঘটনার খবর পেয়ে মর্গে এসে তাকে মৃত অবস্থায় পাই।

মুগদা থানার এসআই মো. মুবায়দুল ইসলাম বলেন, ভোর ৫টার দিকে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়েছিলেন ওই ট্রাকের চালকের সহযোগী সাদ্দাম হোসেন। এ সময় হঠাৎ করে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে শরীর প্রায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান সাদ্দাম। আর কিছুটা আহত হন ওই ট্রাকটির এক শ্রমিক। 

এসআই মুবায়দুল আরো জানান, ট্রাকের সিলিন্ডারে গ্যাসে প্রেশার বেশি হচ্ছিল কিংবা সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নিহত সাদ্দামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত সাদ্দাম শরীয়তপুর নদিয়া উপজেলার চামটা গ্রামের মৃত আব্দুল সালাম তালুকদারের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। বর্তমানে মির হাজিরবাগ যাত্রাবাড়ীতে একটি ম্যাচে থাকতো। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এম/এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়