শিরোনাম
◈ আপনার ইংরোজ দারুণ, লাইবেরিয়ার প্রেসিডেন্টের ইংরেজি শুনে চমকে গেলেন ট্রাম্প (ভিডিও) ◈ আদালতে মেহরীনের বক্তব্যের সময় মাথা নিচু মায়ের, অপলক দৃষ্টিতে তাকিয়ে বাবা (ভিডিওি) ◈ দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার ◈ টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১, এখনো নিখোঁজ ১৬০ ◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস ◈ ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

"আমি মরে গেলে দুঃখ নাই, আল্লাহর ওয়াস্তে আগে আমার হেল্পারকে বাঁচান ভাই" ভিডিও ভাইরাল

আমি মরে গেলে দুঃখ নাই, আল্লাহর ওয়াস্তে আগে আমার হেল্পারকে বাঁচান ভাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও তুমুল ভাইরাল হয়। যা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য আবেগঘন এক হৃদয়বিদারক পরিবেশের জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,এক্সিডেন্টের পর রক্তাক্ত অবস্থায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভিতরেই চাপা পড়ে আর্তনাদ করছেন চালক। মুখে তার কষ্ট আর যন্ত্রণার ছাপ স্পষ্ট, তবুও নিজের প্রাণের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সহকর্মীকে। বারবার বলছেন “আমি মরে গেলে দুঃখ নাই, আল্লাহর ওয়াস্তে আগে আমার হেল্পারকে বাঁচান ভাই।

ট্রাকের একপাশে রক্তাক্ত অবস্থায় চাপা পড়েছেন চালক। তাকে ঘিরে জড়ো হয়েছেন স্থানীয়রা। কেউ পানি দিতে চাইছেন, কেউ ফোন করছেন অ্যাম্বুলেন্সে। এর মধ্যেই চালকের কণ্ঠে উঠে আসে ব্যথাভরা মানবিক আকুতি। ভাই, আমার হেল্পারকে আগে দেখেন। ও তো নড়ছে না আমি থাকি না থাকি, ওরে বাঁচান প্লিজ” “আমি মরে গেলে দুঃখ নাই, আল্লাহর ওয়াস্তে আগে আমার হেল্পারকে বাঁচান।”

জানা যায়, এটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকার ঘটনা। এই হৃদয়বিদারক দৃশ্য ধরা পড়ে এক পথচারীদের মোবাইল ক্যামেরায়, যা এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। দুর্ঘটনা প্রসঙ্গে জানা যায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। চালক ও হেল্পার উভয়ে মারাত্মকভাবে আহত হন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়