শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ১০:৩১ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ২টি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো ৩ জন।

আজ বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ নারী ও ১ জন শিশু ছিল বলে জানা গেছে।

লোহাগাড়া থানার ইন্সপেক্টর (অপারেশন্স) মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আহত ৬ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে ৩ জন মারা গেছেন।

তবে  হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।’ জানা যায়, আজ বুধবার ভোরে কক্সবাজারগামী রিলাক্স পরিবহন বাসের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী দুটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৭ জন মারা যান। তারা সবাই হাইয়েসের যাত্রী ছিলেন।

এলাকাবাসী জানান, রিলাক্স পরিবহনের বাসটি চুনতি জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কের একটি বাঁকে এসে ব্রেক কষলে বাসের সামনের অংশ ঘুরে যায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। পরে বিপরীতমুখী আরেকটি মাইক্রোবাস পেছন থেকে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান। তিনি বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়