শিরোনাম
◈ জাপা নিষিদ্ধের পক্ষে জামায়াত এনসিপি, রাজি নয় বিএনপি ◈ খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারপতির পদত্যাগ ◈ ঢাকা-ইসলামাবাদের সম্পর্ক পুনর্গঠনে সতর্ক দৃষ্টিতে ভারত ◈ দে‌শের ক্রিকেট সাম‌নে এ‌গি‌য়ে নি‌তে সবাইকে ক্ষুধার্ত হতে হবে পারফর্ম করার জন্য : পাইলট ◈ জয় পে‌লো না বা‌র্সেলোনা, ভ্যালেকানোর সঙ্গে ড্র ক‌রেই মাঠ ছাড়‌লো  ◈ স্বপ্নভঙ্গের পর শুরু হয় হাতাহাতি, কথা কাটাকাটি, মাঠে ধাক্কাধাক্কির ঘটনায় জড়াল মেসির মিয়ামি! ◈ স্পনসর ‌ড্রিম-১১ হারিয়ে ঝা‌মেলায় ভারতীয় বোর্ড! নতুন চুক্তিতে আরও লাভের আশায় বিসিসিআই ◈ ই‌ডেন গা‌র্ডেন্সে নয়, লিও‌নেল মে‌সি আস‌ছেন কলকাতার যুবভারতী স্টে‌ডিয়া‌মে  ◈ হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ ◈ ফোর্বসের তালিকায় এশিয়ায় শীর্ষ ১০০ স্টার্টআপে বাংলাদেশের পাঠাও ও সম্ভব

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিনে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড আধাঁরমানিক এলাকার বাসিন্দা রিফাত (১৮) একই এলাকার বাসিন্দা আরাফাত (২১), সাতকানিয়ক সতিপাড়ার ছিদ্দিক (২৮), নাজিম উদ্দীন ও নেজাম উদ্দীন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী টেকনাফ পরিবহণের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন। আহত হন বেশ কয়েকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনার জেরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক সময়ের মতো যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও চুনতি পুলিশ ফাঁড়ির টিম এসে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর দোহাজারী হাইওয়ে থানার টিম ঘটনাস্থলে আসে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আহত ৯ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন, আসিফ তালুকদার, সোহান, তারিফ ও সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘লাশ ও দুর্ঘটনাকবলিত বাসগুলো থানায় আনা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়