শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিনে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড আধাঁরমানিক এলাকার বাসিন্দা রিফাত (১৮) একই এলাকার বাসিন্দা আরাফাত (২১), সাতকানিয়ক সতিপাড়ার ছিদ্দিক (২৮), নাজিম উদ্দীন ও নেজাম উদ্দীন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী টেকনাফ পরিবহণের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন। আহত হন বেশ কয়েকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনার জেরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক সময়ের মতো যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও চুনতি পুলিশ ফাঁড়ির টিম এসে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর দোহাজারী হাইওয়ে থানার টিম ঘটনাস্থলে আসে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আহত ৯ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন, আসিফ তালুকদার, সোহান, তারিফ ও সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘লাশ ও দুর্ঘটনাকবলিত বাসগুলো থানায় আনা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়