শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০১:০৮ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও)

ঢাকা সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জুলাই গণ-আন্দোলনের অন্যতম পরিচিত মুখ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, এখনই কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি। তবে আদর্শগত পার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেছেন তিনি।

উপদেষ্টা থাকাকালীন তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, বিশেষ করে দুবাইয়ে অবৈধ সম্পদ গড়ার বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও 'রটনা' বলে দাবি করেছেন আসিফ। তিনি বলেন, বর্তমান যুগে কোনো দেশে সম্পদ গোপন রাখা সম্ভব নয়। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আজ পর্যন্ত কেউ তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের কোনো দালিলিক প্রমাণ দিতে পারেনি।

সম্প্রতি এনটিভি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আসিফ মাহমুদ তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এবং তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে খোলামেলা কথা বলেন।

রাজনীতি ও নির্বাচন: আসিফ মাহমুদ জানান, বর্তমানে তিনি বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) উভয় পক্ষের সাথেই আলোচনা করছেন। তবে নির্বাচনের আগে কোনো জোটে বা দলে ভেড়ার চেয়ে তিনি মাঠ পর্যায়ে নিজের শক্তি বৃদ্ধিতে মনোযোগ দিচ্ছেন। তিনি বলেন, এনসিপির সাথে বনিবনা না হলে প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তবে কোন দলে স্থায়ীভাবে যোগ দেবেন, সেই সিদ্ধান্ত নেবেন নির্বাচনের পর। 

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "আদর্শিক কারণে জামায়াতের সাথে সেভাবে আলোচনা হয়নি।" 

সাক্ষাৎকারে আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময়কার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং হাদি হত্যাকাণ্ডের মতো ঘটনার সমালোচনা করেন। এছাড়া, প্রতিবেশী দেশের গণমাধ্যম তাঁর নেওয়া 'গণপ্রতিরক্ষা' প্রকল্পকে 'মিলিশিয়া বাহিনী' হিসেবে অপপ্রচার করছে বলেও তিনি অভিযোগ করেন।

আন্দোলনের মাঠ থেকে সরকারের উপদেষ্টা এবং বর্তমানে আবার রাজনীতির মাঠে ফেরা আসিফ মাহমুদ এখন নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে সাক্ষাৎকারে উঠে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়