শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৭ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক

টিআরটি ওয়ার্ল্ড: আকাশ প্রতিরক্ষা ইতিহাসে আরও একটি রেকর্ড গড়ার দাবি করেছে তুরস্ক। দেশটির শীর্ষ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার এ নতুন রেকর্ড গড়ার দাবি করেছে।

কোম্পানিটি রবিবার জানিয়েছে, তাদের তৈরি জেটচালিত বায়রাক্তার কিজিলেলমা মানববিহীন যুদ্ধ বিমান বিশ্বে প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ ফরমেশন ফ্লাইট পরিচালনা করেছে। 

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরিচালনা প্রযুক্তি ব্যবহার করে এই ফ্লাইট সম্পন্ন হয়। মানুষের কোনো রকমের সহায়তা ছাড়াই দু’টি ড্রোন পাশাপাশি থেকে সমন্বিত কৌশল অনুসরণ করেছে।

উত্তর-পশ্চিম তুরস্কের চোরলুতে অবস্থিত আকিনজি ফ্লাইট ট্রেনিং অ্যান্ড টেস্ট সেন্টারে এই ঐতিহাসিক ফ্লাইটের পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় কিজিলেলমার তৃতীয় প্রোটোটাইপ এবং পঞ্চম প্রোটোটাইপ আকাশে ওঠার পর স্বয়ংক্রিয়ভাবে কাছাকাছি দূরত্ব বজায় রেখে জটিল কৌশলগত ভঙ্গিমায় ফ্লাইট পরিচালনা করে। সম্পূর্ণ প্রক্রিয়াটি বায়কারের প্রকৌশলীদের তৈরি স্মার্ট ফ্লিট অটোনমি অ্যালগরিদমের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এতদিন পর্যন্ত এই ধরণের উচ্চঝুঁকিপূর্ণ ক্লোজ ফরমেশন ফ্লাইট কেবল মানবচালিত যুদ্ধবিমানের ক্ষেত্রেই দেখা যেতো। কিজিলেলমার এই সক্ষমতা দেখালো ভবিষ্যতের যুদ্ধ ক্ষেত্রে স্বাধীনভাবে পরিচালিত একাধিক ড্রোন একই সঙ্গে সমন্বিত মিশন চালাতে পারবে। এতে আকাশযুদ্ধে কৌশলগত সুবিধা যেমন বৃদ্ধি পাবে, তেমনই ঝুঁকিও কমবে।

এই পরীক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হয়েছে। কিজিলেলমা কমব্যাট এয়ার প্যাট্রোল বা যুদ্ধ টহল মিশনও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করেছে। নির্দিষ্ট রুট ধরে একাধিক ড্রোন টহল দিতে সক্ষম হয়েছে। ফলে ভবিষ্যতে জাতীয় আকাশ প্রতিরক্ষা সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রোন বহরের ওপর নির্ভর করে পরিচালনা করা যাবে। এতে কার্যকারিতা ও প্রতিরক্ষা প্রস্তুতি বহুগুণ বাড়বে বলে দাবি সংশ্লিষ্টদের।

বায়কার জানিয়েছে, সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও গবেষণায় কিজিলেলমা উন্নয়ন করা হচ্ছে। এর বহর পরিচালনা ব্যবস্থা আরও উন্নত করা হবে। একাধিক প্ল্যাটফর্ম সমন্বিতভাবে পরিচালনার সক্ষমতা ভবিষ্যতের বহুমাত্রিক যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়