শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবিতে ইনকিলাব মঞ্চ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এরই অংশ হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মীরা রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন। রাতেও এই অবরোধ অব্যাহত রয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষিত কর্মসূচি অনুযায়ী–রবিবার দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। তবে সকাল থেকেই একাংশ আন্দোলনকারী সড়কে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন।
সন্ধ্যার পর নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকদের অংশগ্রহণে উপস্থিতি বাড়তে থাকে। স্বেচ্ছাসেবকদের ব্যবস্থাপনায় মঞ্চের পাশে নারীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়। অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল ব্যাহত হলেও সংযোগ সড়কের লেন খোলা থাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি।
এর আগে শনিবার রাতে আবদুল্লাহ আল জাবের হাদির হত্যার বিচারের দাবিতে দেশের আটটি বিভাগীয় শহরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।
উল্লেখ্য, শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড়ে হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। তবে শনিবার রাতে আন্দোলনকে রাজধানীর বাইরে বিস্তৃত করার ঘোষণা দিয়ে আবদুল্লাহ আল জাবের আন্দোলনকারীদের সাময়িকভাবে শাহবাগ ত্যাগের নির্দেশ দেন। রবিবার নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তারা আবারও শাহবাগে ফিরে এসে অবস্থান নেন।
আন্দোলনকারীরা সংগঠনটির মুখপাত্র ও নেতা শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শরীফ ওসমান হাদি।
শনিবার রাতে আন্দোলনকারীদের সামনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেন, “আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে, এই মামলার চার্জশিট প্রদান করা হবে বলে আমরা আশাবাদী।”
তিনি জানান, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ফয়সালের বাবা, মা, স্ত্রী, শ্যালকসহ তার সহযোগীরা রয়েছেন।
এছাড়া তদন্তকালে দুটি পিস্তল, একটি মোটরসাইকেল এবং ২১৮ কোটি টাকার একটি রহস্যজনক স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, তদন্তের স্বার্থে সব তথ্য এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়, কারণ এতে অপরাধীরা সতর্ক হয়ে যেতে পারে।
অপরাধীরা দেশের বাইরে অবস্থান করলে তাদের অনুপস্থিতিতেই বিচার করা হবে বলে আশ্বস্ত করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেই এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করা হবে।