পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ হাজীপাড়া এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। তার সঙ্গে সরোয়ার হোসেন বাবলাও উপস্থিত ছিলেন। এরশাদ উল্লাহ দোকানপাটে লিফলেট বিলি করার সময় হঠাৎ একদল অস্ত্রধারী তাদের ওপর গুলি চালায়। অজ্ঞাতনামা অস্ত্রধারীদের ব্রাশফায়ারে প্রথমে সরোয়ার হোসেন বাবলার মাথায় গুলি লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় পেটে ছররা গুলি লেগে এরশাদ উল্লাহ ও শান্ত নামের আরেক ব্যক্তি আহত হন। সময় টিভির ভিডিওতে দেখুন গুলির দৃশ্য