শিরোনাম
◈ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের আওতায় আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ◈ দুদকের অনুসন্ধানের জালে এনবিআরের আরও ৫ কর্মকর্তা ◈ গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর (ভিডিও) ◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৩, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২৩, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার মাস আগে জন্মে রেকর্ড কানাডার জমজ প্রিম্যাচিউর শিশুর

কানাডার জমজ প্রিম্যাচিউর শিশু

সাজিয়া আক্তার: সাধারণত গর্ভধারণের ৪০ সপ্তাহ পূর্ণ হলে একটি শিশু জন্ম নেয়। সে হিসেবে নির্ধারিত সময়ের ১৮ সপ্তাহ আগেই কানাডার জমজ শিশু দুটি পৃথিবীতে আসে। গর্ভধারণের মাত্র ২২তম সপ্তাহে জন্ম নিয়েছে জমজ এ দুই শিশু।কানাডায় জন্ম নেওয়া শিশু দুটোর নাম রাখা হয়েছে আদিয়াহ নাদারাজাহ এবং আদ্রিয়াল নাদারাজাহ।বিবিসি

নির্ধারিত সময়ের প্রায় চার মাস আগেই (১২৬ দিন) ভূমিষ্ঠ হওয়ায় জমজ এ দুই ভাইবোন জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। 

শিশুদের মা শাকিনা রাজেন্দ্রাম জানান, গর্ভধারণের ২১তম সপ্তাহের পঞ্চম দিনেই তিনি প্রসববেদনা অনুভব করেন। দ্রুত বাড়ির পাশের একটি হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকেরা শাকিনাকে জানান, শিশু দুটির অবস্থা ভালো নেই এবং বাঁচার সম্ভাবনাও ক্ষীণ। 

তাছাড়া মাসকয়েক আগে শাকিনা গর্ভপাতেরও শিকার হন। হাসপাতালে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ইতিবাচক আশা না পেয়ে শাকিনার স্বামী কেভিন নাদারাজাহ ভেঙে পড়েন।

আসলে বেশিরভাগ হাসপাতালই গর্ভধারণের ২৪ থেকে ২৬ সপ্তাহ পূর্ণ না হলে গর্ভস্থ শিশুকে বাঁচানোর প্রচেষ্টা করে না। পরে এ দম্পতি টরন্টোর মাউন্ট সিনাই হাসপাতালে যান; সৌভাগ্যক্রমে সেখানে নবজাতকদের জন্য একটি বিশেষায়িত নিবিড় পরিচর্যা কেন্দ্র থাকায় তা এ বাচ্চা দুটিকে বাঁচিয়ে রাখতে কার্যকরী ভূমিকা রাখে। 

প্রথম দিকে কিছু শারীরিক জটিলতায় ভুগলেও আদিয়াহ আর আদ্রিয়াল এখন সুস্থ আছে। সম্প্রতি তারা নিজেদের প্রথম জন্মদিনও পালন করেছে।
 
এর আগে সবচেয়ে 'অকালজাত শিশু' (প্রিম্যাচিউর বেবি) জন্মের রেকর্ডটি ছিল যুক্তরাজ্যের আইওয়া অঙ্গরাজ্যের দুই শিশুর। জমজ শিশু দুটি পৃথিবীতে এসেছিল নির্ধারিত সময়ের ১২৫ দিন আগে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়