বর্ষাকাল এলেই নদী-নালা ও খালবিল উপচে পড়ে। পানিতে ডুবে যায় গ্রাম ও শহরের বহু এলাকা। এ সময় গর্ত-বিল থেকে সাপও চলে আসে লোকালয়ে। এতে সাপের কামড়ে প্রাণ হারান অনেক মানুষ। ফলে দেশের বেশিরভাগ জেলার মানুষ সাপের আতঙ্কে অস্থির হয়ে পড়েন।
বিশেষজ্ঞদের মতে, কিছু সহজলভ্য উপাদান ঘরে রাখলে সাপ কাছেও আসে না। এসবের তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না।
রসুন: রসুনের গন্ধ সাপ ভয় পায়। কয়েক কোয়া রসুন পেস্ট করে তেলের সঙ্গে মিশিয়ে ঘরের চারপাশে ছিটিয়ে দিলে সাপ দূরে সরে যায়।
কাঁচা পেঁয়াজ: কাঁচা পেঁয়াজের রসও সাপকে দূরে রাখে। বাসার বিভিন্ন স্থানে কাটা পেঁয়াজ রেখে দিলে কার্যকরী হয়।
সালফার: সামান্য পরিমাণ সালফারের গুঁড়ো ঘরে ছিটিয়ে রাখলে সাপের ত্বকে জ্বালা সৃষ্টি হয়, ফলে সাপ আর আসে না।
ন্যাপথলিন: সাপ ন্যাপথলিনের গন্ধ সহ্য করতে পারে না। আস্ত অথবা গুঁড়ো ন্যাপথলিন ঘরে ছড়িয়ে রাখলে সাপ এড়িয়ে চলে।
কার্বোলিক এসিড/সাবান: কার্বোলিক এসিড না থাকলে এর উপস্থিতি থাকা সাবান কুচি করে চারপাশে ছড়িয়ে রাখলেও সাপ ঘরে প্রবেশ করে না।
এ ছাড়া পুদিনা, লবঙ্গ, তুলসি, দারুচিনি, ভিনেগার ও লেবুর গন্ধকেও সাপ সহ্য করতে পারে না। তাই এসব উপাদান ঘরে রাখলে সাপ থেকে রক্ষা পাওয়া সম্ভব।