শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা ◈ এশিয়া কাপের সময় প‌রিবর্তন, বাংলা‌দেশ থে‌কে দেখা যা‌বে রাত ৮টা থে‌কে ◈ নেতাকর্মীদের ওপর হামলা চালানো লাল রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয়: ডিএমপির ডিবিপ্রধান ◈ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কাল বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ নৃশংস ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন হবে ◈ লা লিগায় গভীর রা‌তে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ মা‌য়োর্কার ◈ টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও মহাসড়ক অবরোধ গণঅধিকার পরিষদের কর্মীদের ◈ শহীদ মিনারে তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মহাসমাবেশ ◈ শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা, আহত-৫ ◈ পাসপোর্টে তথ্যগত ভুলে ভোগান্তির শিকার সাধারণ আবেদনকারীরা, প্রতিদিন শত শত সংশোধনের আবেদন

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ১২:১৮ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ষায় সাপের আতঙ্ক: ঘরোয়া উপাদানেই মিলতে পারে সুরক্ষা, সাপ ভয় পায় যেসব গন্ধ

বর্ষাকাল এলেই নদী-নালা ও খালবিল উপচে পড়ে। পানিতে ডুবে যায় গ্রাম ও শহরের বহু এলাকা। এ সময় গর্ত-বিল থেকে সাপও চলে আসে লোকালয়ে। এতে সাপের কামড়ে প্রাণ হারান অনেক মানুষ। ফলে দেশের বেশিরভাগ জেলার মানুষ সাপের আতঙ্কে অস্থির হয়ে পড়েন।

বিশেষজ্ঞদের মতে, কিছু সহজলভ্য উপাদান ঘরে রাখলে সাপ কাছেও আসে না। এসবের তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না।

রসুন: রসুনের গন্ধ সাপ ভয় পায়। কয়েক কোয়া রসুন পেস্ট করে তেলের সঙ্গে মিশিয়ে ঘরের চারপাশে ছিটিয়ে দিলে সাপ দূরে সরে যায়।

কাঁচা পেঁয়াজ: কাঁচা পেঁয়াজের রসও সাপকে দূরে রাখে। বাসার বিভিন্ন স্থানে কাটা পেঁয়াজ রেখে দিলে কার্যকরী হয়।

সালফার: সামান্য পরিমাণ সালফারের গুঁড়ো ঘরে ছিটিয়ে রাখলে সাপের ত্বকে জ্বালা সৃষ্টি হয়, ফলে সাপ আর আসে না।

ন্যাপথলিন: সাপ ন্যাপথলিনের গন্ধ সহ্য করতে পারে না। আস্ত অথবা গুঁড়ো ন্যাপথলিন ঘরে ছড়িয়ে রাখলে সাপ এড়িয়ে চলে।

কার্বোলিক এসিড/সাবান: কার্বোলিক এসিড না থাকলে এর উপস্থিতি থাকা সাবান কুচি করে চারপাশে ছড়িয়ে রাখলেও সাপ ঘরে প্রবেশ করে না।

এ ছাড়া পুদিনা, লবঙ্গ, তুলসি, দারুচিনি, ভিনেগার ও লেবুর গন্ধকেও সাপ সহ্য করতে পারে না। তাই এসব উপাদান ঘরে রাখলে সাপ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়