শিরোনাম
◈ এলচেতে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ   ◈ খা‌লিজ‌কে ৪-১ গো‌লে হারা‌লো আল নাসর, রোনালদোর চোখধাঁধানো গোল ◈ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে সংকটে, ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন টানাপোড়েনে ◈ ৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার ◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশকে কর্মী নিয়োগ নিয়ে সুখবর দিল সৌদি আরব

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৩, ১১:২৮ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৩, ১১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় দানবাকৃতির কুনো ব্যাঙের খোঁজ

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার পার্ক রেঞ্জাররা (বনরক্ষী) দেশটির গভীর অরণ্যে বিশাল আকারের একটি কুনো ব্যাঙের খোঁজ পেয়েছেন, যেটি ওজনের দিক দিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আজ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হলিউডের অতিকায় দানব 'গডজিলার' নাম অনুযায়ী এই ব্যাঙের নাম রাখা হয়েছে 'টোডজিলা'। এটি কুনো ব্যাঙের 'কেইন টোড' প্রজাতির প্রতিনিধি। আক্রমণাত্মক প্রাণী কেইন টোড অস্ট্রেলিয়ার বাস্তুতন্ত্রের ওপর হুমকি সৃষ্টি করে আসছে বেশ কিছুদিন ধরেই। কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের কনওয়ে জাতীয় পার্কে ১২ জানুয়ারি টহল দেওয়ার সময় পার্ক রেঞ্জার কাইলি গ্রে হটাত করেই টোডজিলাকে খুঁজে পান। 

কাইলি এবং তার সহকর্মীরা একে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে আসেন। তারা টোডজিলার ওজন মেপে ২ কেজি ৭০০ গ্রাম বা ৬ পাউন্ড পান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এ পর্যন্ত সবচেয়ে বড় কুনো ব্যাঙের ওজন হিসাব করা হয়েছে ২ কেজি ৬৫০ গ্রাম বা ৫ দশমিক ৮ পাউন্ড। ১৯৯১ সালে সুইডেনের একটি পোষা ব্যাঙ এই রেকর্ড সৃষ্টি করে। 

কাইলি গ্রে এবিসি নিউজকে আজ শুক্রবার জানান, 'আমরা কনওয়ে পার্কের নামে ব্যাঙটির নাম কনি রাখতে চেয়েছিলাম, কিন্তু সবাই টোডজিলা নামটিই বেশি পছন্দ করে, তাই আমরা এটাই রেখেছি'। কাইলি'র সহকর্মী ও জ্যেষ্ঠ পার্ক রেঞ্জার ব্যারি নোলান রয়টার্সকে জানান, 'বাস্তুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব' ঠেকাতে টোডজিলাকে ব্যাথাহীন মৃত্যু দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার এই প্রজাতির কুনো ব্যাঙগুলোর কপালে সাধারণত এ ভাগ্যই লেখা থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়