স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত করে রেখেছে টানা তিন ম্যাচ জিতে। তবুও লড়াইটা অপরাজিত থাকার, লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সে লক্ষ্যে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে প্যারাগুয়ে মুখোমুখি হয় আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল।
ম্যাচটি দুই দলেরই শীর্ষে ওঠার লড়াইয়ের ম্যাচ ছিল। প্যারাগুয়ে জিতলে আর্জেন্টিনাকে টপকে ‘গ্রুপ বি’ এর পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ ছিল। আবার আর্জেন্টিনা জিতলে টেবিলের প্রথম স্থান আরও মজবুত হতো। তবে শেষ পর্যন্ত দুই দলের কেউই জয় পায়নি।
রোববার ইকুয়েডরের এস্তাদিও জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হয় ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধে প্যারাগুয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সময়তায় ফেরে আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
ম্যাচের ৩৪তম মিনিটে অ্যাক্সেল ব্যালবুইনার গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। এরপর থেকেই দুই দলের মধ্যে চলে আক্রমণ পাল্টা আক্রমণ। খেলার একবারে শেষ ম্যাহূর্ত ৮৭ মিনিটে কেভিন টমাস গুতেরেস লজ্জার পরাজয় থেকে বাঁচায় আর্জেন্টিনাকে। তার গোলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। সমান সংখ্যক ম্যাচে দুই জয় ও দুই পরাজয়ে প্যারাগুয়ের পয়েন্ট ৮। দুই দলই দ্বিতীয় পর্বে কোয়ালিফাই করেছে।
উল্লেখ্য, এটি অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর। করোনার কারণে একটি আসর পিছিয়ে যায়। তবে আয়োজক দেশের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনেনি কর্তপক্ষ। টুর্নামেন্টের সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আর্জেন্টিনার ঘরে রয়েছে ৪টি শিরোপা। লজ্জার পরাজয় থেকে অল্পের জন্য রক্ষা পেল আর্জেন্টিনা । চ্যানেল২৪ সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এএ