আশুলিয়ায় মধ্যরাতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাস ‘রহস্যজনক অগ্নিকাণ্ডে’ পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও, তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছে মালিকপক্ষ।
রোববার (১৮ মে) রাত ১২টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেডের বিপরীত পাশে চন্দ্রাগামী লেনে লাব্বাইক পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় সম্পূর্ণ বাসটি।
ফায়ার সার্ভিস জানায়, রাতে নতুন ইপিজেডের বিপরীত পাশে বাসটি থামিয়ে কয়েল কিনতে যান লাব্বাইক পরিবহনের স্টাফরা। ফিরে এসে তারা দেখেন বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের ধারণা, অসাবধানবশত ফেলে দেয়া সিগারেটের অংশ থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
এদিকে এই অগ্নিকাণ্ডে স্থানীয় পরিবহন শ্রমিকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মালিকপক্ষের দাবি, আগুনে সম্পূর্ণ বাসটি পুড়ে যাওয়ায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উৎস: সময়নিউজটিভি।