নিজস্ব প্রতিবেদক : দুই দলের লড়াই হয়েছে সমানে সমান, তবে টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় হেরে গেছে লাল সবুজের দেশ, সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের যুবারা।
রোববার (১৮ মে) অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই গোলরক্ষকের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাঝমাঠ থেকে ভারতের অধিনায়ক সিঙ্গামায়ান শামির নেয়া লম্বা শটে পরাস্ত হন গোলরক্ষক মাহিন। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
বিরতির পর ৬১ মিনিটে গোল পায় বাংলাদেশ। জয় আহমেদের গোলে ম্যাচে ফেরে টাইগাররা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় থাকে দুই দল। এরপর টাইব্রেকারে হেরে রানার্স আপের ভাগ্য বরণ করে বাংলাদেশের যুবারা।
এর আগে, মালদ্বীপের সঙ্গে ড্র ও ভুটানকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। সেখানে নেপালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। উল্লেখ্য, গত সাফ অনূর্ধ্ব-১৯ আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।