শিরোনাম

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৬ মাস পর আজ ক্রিকেট খেল‌বেন সা‌কিব আল হাসান

নিজস্ব প্রতি‌বেদক : বাংলা‌দে‌শের ক্রিকেট ভক্তরা তা‌দের প্রিয় তারকা সা‌কিব আল হাসা‌নের খেলা দে‌খেন না প্রায় ৬ মাস, এবার ভক্ত‌দের ম‌নের ইচ্ছা পূরণ হ‌বে, সা‌কিব আজ ২২ গজে নামতে যাচ্ছেন। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ২০২৩ সালের ৩০ নভেম্বর আবুধাবি টি টেন লিগে, বাংলা টাইগার্সের হয়ে। সেই ম্যাচে সাকিব ব্যাট হাতে কোনো রান করতে পারেননি, বল হাতেও ছিলেন উইকেটশূন্য। এরপর তার ক্রিকেট ক্যারিয়ারে কেটেছে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে।

রোববার (১৮ মে) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গুরুত্বপূর্ণ এক ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। প্রতিপক্ষ পেশোয়ার জালমি। গতকালই দুবাই থেকে লাহোরে পৌঁছেছেন তিনি। লাহোর দলে তাকে নেয়া হয়েছে ড্যারেল মিচেলের বদলে। ম্যাচটি লাহোরের জন্য বাঁচা-মরার, পরাজিত হলেই বিদায়।

এবারই প্রথম লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব। এর আগে পিএসএলে তিনি খেলেছেন পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে। লাহোর দলে আরও কিছু পরিবর্তন এসেছে, স্যাম বিলিংস ও ডেভিস ভিসার পরিবর্তে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কান ব্যাটার ভানুকা রাজাপক্ষে। রিশাদ হোসেনও দলে পারফরম্যান্স করে নজর কেড়েছেন।

সাকিবকে নিয়ে আশাবাদী লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ। দলটির ফেসবুক পেজে সাকিবের একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। ভিডিওতে সাকিব বলেন, পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি, আগামীকালের (আজকের) ম্যাচটি ভালো হবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, সেটির জন্য অপেক্ষা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়