শিরোনাম
◈ ইসরায়েলের দিকে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বাজছে সতর্কতামূলক সাইরেন ◈ বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ সৃষ্টির জন্য আইন সংশোধনে ফলকার তুর্কের উদ্বেগ ◈ সাংবাদিক পরিচয়ে গেস্টহাউসে কক্ষে কক্ষে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার ◈ খুব দেরি হওয়ার আগেই’ ইরানের আলোচনায় ফেরা উচিত: ট্রাম্পের হুঁশিয়ারি ◈ ভুটান থে‌কে ফি‌রে জাতীয় দলের ক্যাম্পে যোগ দি‌লেন ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা ◈ সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ ◈ আতঙ্কে দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা ◈ ইশরাককে ‘মেয়র’ পরিচয়ে নগর ভবনে সভা: যা বললেন উপদেষ্টা আসিফ ◈ স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হাঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে (ভিডিও) ◈ ৫ দেশে নতুন মিশন খুলছে বাংলাদেশ সরকার

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০১:১৫ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইডেন গা‌র্ডেনে আই‌পিএ‌লের ফাইনাল ফেরানো নি‌য়ে সৌরভ গাঙ্গু‌লির দৌঁড়ঝাপ

স্পোর্টস ডেস্ক : ইডেনে কি আইপিএল ফাইনাল হবে? এটা এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু ক্রিকেটের নন্দনকানন যাতে বঞ্চিত না হয়, আসরে নেমে পড়েছেন সৌরভ গাঙ্গুলি। বিসিসিআইয়ের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন। ইডেনে প্লে অফ এবং ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী বোর্ডের প্রাক্তন সভাপতি। 

নতুন সূচিতে নাম নেই ইডেনের। সেই নিয়ে বিশেষ ভাবিত নন। ম্যাচ কি শেষপর্যন্ত সরেই যাবে? এই প্রশ্ন উঠতেই সৌরভ বলেন, 'না না, চেষ্টা চলছে। অত সহজে সরে যাওয়া যায়? বিক্ষোভ মিছিল করে কিছু হবে না। বিসিসিআইয়ের সঙ্গে কথা চলছে। বিসিসিআইয়ের সঙ্গে সিএবির সম্পর্ক খুব ভাল। সব ঠিক হবে। কলকাতায় শেষ হোম ম্যাচ ৭ মে হয়ে গিয়েছে। কলকাতার কোনও হোম গেম বাকি নেই। তাই ইডেন তালিকায় নেই। 

কেকেআরের কয়েকটা ম্যাচ বাকি থাকলে ইডেনের নামও তালিকায় থাকত। সেই কারণে লিগ পর্বে ইডেনকে রাখা হয়নি। ইডেনে প্লে অফ ছিল। আশা করছি সবকিছু ঠিকঠাক হবে। প্লে অফ এবং ফাইনাল ইডেনে হওয়ার বিষয়ে আশাবাদী।

বিরাট কোহলির আকস্মিক অবসরে যে কিছুটা অবাকই হয়েছেন, স্বীকার করতে দ্বিধা করলেন না সৌরভ। এই প্রসঙ্গে বলেন, 'খেলা ছাড়া কারোর নিজের ইচ্ছের ওপর নির্ভর করে। নিজের ইচ্ছেয় ছেড়েছে। তবে অসাধারণ কেরিয়ার। বিরাট কোহলির কেরিয়ার অনবদ্য। তেমনই রোহিত শর্মার। তবে হঠাৎ অবসরে আমি অবশ্যই অবাক হয়েছি।

লাল বলের ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে নাম ভাসছে শুভমন গিলের। তরুণ ক্রিকেটারকে কি নেতা হিসেবে দেখতে চান সৌরভ? এই বিষয়ে কিছু খোলসা করলেন না। নির্বাচকদের কোর্টে বল ঠেলে দেন। সৌরভ বলেন, 'নির্বাচকরা যেটা ভাল বুঝবে করবে। অনেকগুলো দিক বিবেচনা করার আছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয় আছে। বুমরার চোট রয়েছে। সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।' শনিবার থেকে আবার শুরু হয়ে গেল আইপিএল। যদিও বেঙ্গালুরুতে বৃষ্টির জন্য টস করাই সম্ভব হয়নি। সৌরভের হাত ধরে ইডেনে আইপিএলের প্লে অফ এবং ফাইনাল ফেরে কিনা সেটাই দেখার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়