শিরোনাম
◈ ইসরায়েলের দিকে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বাজছে সতর্কতামূলক সাইরেন ◈ বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ সৃষ্টির জন্য আইন সংশোধনে ফলকার তুর্কের উদ্বেগ ◈ সাংবাদিক পরিচয়ে গেস্টহাউসে কক্ষে কক্ষে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার ◈ খুব দেরি হওয়ার আগেই’ ইরানের আলোচনায় ফেরা উচিত: ট্রাম্পের হুঁশিয়ারি ◈ ভুটান থে‌কে ফি‌রে জাতীয় দলের ক্যাম্পে যোগ দি‌লেন ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা ◈ সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ ◈ আতঙ্কে দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা ◈ ইশরাককে ‘মেয়র’ পরিচয়ে নগর ভবনে সভা: যা বললেন উপদেষ্টা আসিফ ◈ স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হাঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে (ভিডিও) ◈ ৫ দেশে নতুন মিশন খুলছে বাংলাদেশ সরকার

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০৩:০৯ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা 

সনত চক্র বর্ত্তী:ফরিদপুরের বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার (২৩) নামে এক গৃহবধুর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মৃত সুমাইয়া আক্তার   বাইখির গ্রামের  সিরাজুল মোল্লার স্ত্রী। শনিবার (১৭ মে) আনুমানিক  রাত ৯ টার দিকে উপজেলার বাইখির গ্রাম এই ঘটনা ঘটে। 
 
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার  বাইখির গ্রামের  সিরাজুল মোল্লা তার স্ত্রী সুমাইয়া আক্তার  ও সন্তান নিয়ে মাওলানা কাজী কেরামত আলীর বাড়িতে ভাড়া থাকতো। ঘটনার সময়  স্বামী সিরাজুল ইসলাম ও তার মেয়ে বাড়ির বাইরে ছিলেন। শনিবার রাত আনুমানিক ৯.১৫ সময় স্বামী সিরাজুল ইসলাম  ও তার মেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়।

স্ত্রীকে ডাকাডাকি করে কোন সারাশব্দ না পাওয়ায় পাশের জানালা দিয়ে দেখে তার স্ত্রীর সুমাইয়া গলায় ফাঁস নিয়ে আড়ার সাথে ঝুলে আছে। সে তখন চিৎকার ও চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে আসলে এবং তাদের সহযোগিতায় দরজা ভেঙে ভিতরে ঢুকে সুমাইয়া আক্তার কে নামিয়ে  দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার কে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে।
 
বোয়ালমারী থানার উপপরিদর্শক   মহেশ অধিকারি বলেন,  খবর পেয়ে সুমাইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়