শিরোনাম
◈ কয়েক ঘণ্টার মধ্যেই পারমাণবিক অ*স্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরান? (ভিডিও) ◈ এইচএসসি পরীক্ষা নিয়ে ১২ দফা নির্দেশনা জারি, পরীক্ষা হবে নির্ধারিত সময়েই ◈ আয়রন ডোম ভেদ করে তেল আবিবে ইরানের পাল্টা হামলা, ধ্বংস প্রতিরক্ষা সদর দপ্তর ◈ মধ্যপ্রাচ্য সংকটে পুতিন-ট্রাম্প টেলিফোনালাপ: ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক বার্তা: ক্রেমলিন ◈ জামায়াত-এনসিপির প্রতিক্রিয়ার জবাবে যা বললেন সালাহউদ্দিন আহমদ ◈ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ◈ ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলা: তেলের দাম একদিনে বিশ্ববাজারে বেড়েছে ৭ শতাংশ ◈ সাইরেন, বিস্ফোরণ, ধ্বংসস্তূপ—ইসরায়েলিদের কণ্ঠে আতঙ্ক-ক্ষয়ক্ষতির বর্ণনা ◈ ইরানের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন ◈ বৃহৎ ইসলামি জোট শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি?

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সফরসঙ্গী ফিফা প্রেসিডেন্ট: কড়া সমা‌লোচনায় ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা

স্পোর্টস ডেস্ক : আবার বিত‌র্কের কেন্দ্রবিন্দু‌তে  ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই ব‌্যক্তি ফিফা কং‌গ্রেসের সভা ফে‌লে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গী হ‌য়ে‌ছেন। যে কারণে অ‌নেক বিল‌ম্বে ফিফা কংগ্রেসে হাজির হন তিনি।  

এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (উয়েফা)। তাদের মতে, ইনফান্তিনোর এই রাজনৈতিক সফর “খেলাধুলার জন্য কোনো উপকারে আসেনি, বরং ফুটবলের স্বার্থকে পিছনে ঠেলে দিয়েছে। 

-- কংগ্রেসে বিলম্ব, উয়েফার ওয়াকআউট--

ফিফার বার্ষিক সভা বৃহস্পতিবার প্যারাগুয়ের আসুনসিওনে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও ইনফান্তিনোর দেরিতে আগমনের কারণে তা শুরু হয় দুপুর ১টার দিকে।

ফলে উয়েফার প্রেসিডেন্ট আলেকসান্দার চেফেরিনসহ বেশ কয়েকজন ইউরোপীয় প্রতিনিধি মাঝপথেই সভা ছেড়ে চলে যান। বসার স্থান খালি থাকায় সভার মঞ্চের একাংশ দীর্ঘ সময় ধরে ফাঁকা ছিল।

ফিফা প্রেসি‌ডেন্ট ইনফান্তিনো তার বক্তব্যে বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল—সেখানেই আমার উপস্থিত থাকা প্রয়োজন ছিল। 

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের অংশ হিসেবে সৌদি আরব ও কাতারে যান এবং কাতার থেকে একটি রাষ্ট্রীয় জেট বিমানে যাত্রা শুরু করেন। সেই বিমানে দেরিতে রওনা হওয়ায় সময়মতো সভায় উপস্থিত হতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়