শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জিম্বাবুয়েকে বিশাল ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে টেস্ট সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক : ব্যাটারদের দুর্দান্ত পাফর‌মে‌ন্সের পর পেসারদের নান্দ‌নিক বোলিংয়ে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়েকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

চার সেঞ্চুরির ম্যাচে স্বাগতিকদের ৩২৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা। -- অলআউট স্পোর্টস

দক্ষিণ আফ্রিকার দেওয়া ৫৩৭ রানের লক্ষ্য তাড়ায় মঙ্গলবার বুলাওয়েয়োতে ম্যাচের চতুর্থ দিন ২০৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৫ উইকেট নিয়ে স্বাগতিক ইনিংসে ধস নামান কর্বিন বোশ।

১ উইকেটে ৩২ রান নিয়ে দিনের খেলা শুরু করা জিম্বাবুয়ে ইনিংসের প্রথম বলেই আঘাত হানেন ডানহাতি এই পেসার। দ্রুত সাজঘরের পথ দেখেন প্রথম ইনিংসে ১৩৭ রান করা শন উইলিয়ামসও। ২৬ রান করা বাঁহাতি এই ব্যাটারকেও ফেরান বোশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। মাঝে অষ্টম উইকেটে ৮৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন অধিনায়ক ক্রেইগ আরভিন ও ওয়েলিংটন মাসাকাদজা। আরভিন ৪৯ ও মাসাকাদজা ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন।

আগে টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের শুরুটা মোটেও ভালো ছিল না। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়েছিল তারা। তবে অভিষিক্ত লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের রেকর্ড গড়া ১৫৩ রানের সুবাদে তা কাটিয়ে ওঠে সফরকারীরা। এরপর টেইলএন্ডারদের নিয়ে জুটি বেধে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন বোশ। দ্বিতীয় দিনের শুরুতে আর ব্যাটিংয়ে না নেমে ৯ উইকেটে ৪১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

জবাবে উইলিয়ামসের সেঞ্চুরি ছাড়া আর কোনো ব্যাটার ক্রিজে থিতু হতে না পারায় সেদিনই ২৫১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ডানহাতি পেসে ৪ উইকেট নেন ভিয়ান মুল্ডার। কেশভ মহরাজ ও অভিষিক্ত কোডি ইউসুফের শিকার ৩টি করে উইকেট।

১৬৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা প্রোটিয়ারা থামে ৩৬৯ রানে। ক্যারিয়ার সেরা ১৪৭ রান করেন মুল্ডার। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট খেলতে নামা মহরাজ করেন ৫১ রান। আগামী রোববার একই মাঠে সিরিজের শেষ টেস্ট শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়