শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে মাঠের মধ্যে ঢুকে পড়ল সাপ, অতপর...

শ্রীলঙ্কার দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভার চলমান। ঠিক তখনই ম্যাচ সম্প্রচার ক্যামেরায় দেখা গেল অপ্রত্যাশিত এক দৃশ্য। মাঠের সীমানার মধ্যে ঢুকে পড়ল একটি সাপ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (২ জুলাই) সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। লক্ষ্য তাড়ায় ব্যাট করছে লাল সবুজরা।

 অভিষিক্ত পারভেজ হোসেন ইমনের সঙ্গে ওপেনিং জুটিতে ব্যাট করতে নামেন তানজিদ তামিম। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বল শেষে তৃতীয় বল করতে যাবেন বোলার অসিথা ফার্নান্দো। তখনই ম্যাচ সম্প্রচার ক্যামেরায় ধরা পড়ে অপ্রত্যাশিত এক দৃশ্য। মাঠের সীমানার মধ্যে ঢুকে পড়ে বড় একটি সাপ। যদিও সেটা নিয়ে বিচলিত হতে দেখা যায়নি দুদলের খেলোয়াড়দের মধ্যে। ম্যাচ অফিশিয়ালরাও খেলা বন্ধ করেননি।
 
 এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৪৯ রান। ১৯ বলে ২৩ রানে তানজিদ আর ৮ বলে ১০ রানে অপরাজিত রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১৬ বলে ৩ চারের মারে ১৩ রান করে আউট হয়েছেন ইমন। ৪৩ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আরও ১৯৬ রান।

এর আগে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব তোপে বড় সংগ্রহ তুলতে পারেনি শ্রীলঙ্কা। তাসকিন ৪ আর সাকিব ৩টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন শান্ত ও তানভীর ইসলাম। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ১০৬ রানের ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়