শিরোনাম

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে রমজান আলী হত্যা মামলায় মো. নূর আমিন (২৯) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর মিস্ত্রিপাড়া মহল্লার আ. সাত্তারের ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, রাজারামপুর মিস্ত্রিপাড়ার রমজান আলী নামের এক ব্যক্তি তার দোকানের পাওনা বাবদ নূর আমিনের কাছে ১৫৫ টাকা পেতেন। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সেই টাকা চায়লে সে টাকা দিবে না বলে জানায় নূর আমিন।  এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটিকাটি হয়। এর এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু করে। এ সময় দোকানে উপস্থিত থাকা রমজানের চাচা মো. লতিফুর রহমান (৫৫) বাধা দিতে গেলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় নূর আমিন। এতে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।  এর এক পর্যায়ে রমজানের দোকানে থাকা রুটি বানানোর বেলনা দিয়ে রমজানের মাথায় আঘাত করলে তিনি গুরু আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু রমজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাতপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই রাত সোয়া ১০ টার দিকে রমজান মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মোসা. সুমাইয়া খাতুন বাদী হয়ে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এস আই মো. নাজমুল হক নুর আমিনকে অভিযুক্ত করে একই বছরের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত উভয়পক্ষের শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে এই দণ্ড প্রদান করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়