শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৯:৪০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপ

নেপালের সঙ্গে ড্র করে দ্বিতীয় বাংলাদেশ, চ্যাম্পিয়ন রাশিয়া

এম এস রহমান: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে ড্র দিয়ে শেষ করেছে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার কমলাপুর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের মেয়েরা। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বাংলাদেশ। অন্যদিকে আসরের শুরু থেকেই নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে রাশিয়ান মেয়েরা। আসরের শেষ ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে ৪ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রাশিয়া। 

এর আগে, কমলাপুর স্টেডিয়ামে নেপাল-বাংলাদেশ ম্যাচের শুরুতে নেপাল লিড নেয়। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ৭৫ মিনিটে সাগরিকার গোলে সমতা আনে লাল-সবুজরা। বাংলাদেশ এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত। তবে এক্ষেত্রে খানিকটা দুর্ভাগ্যের শিকার।

পাঁচ মিনিট ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় বাংলাদেশ। নেপালী গোলরক্ষক বক্সের সামনে এসে বল গ্রিপে নিতে পারেননি। বাংলাদেশি ফরোয়ার্ড হেড করলেও ক্রসবারের ওপরের অংশ লেগে বাইরে চলে যায়। এরপর আক্রমণ পাল্টা আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দল।  শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ ও নেপালের মেয়েরা।

এর আগে ভুট্টানকে হারিয়ে আসর শুরু করেছিলো বাংলাদেশ। পরের ম্যাচে রাশিয়ান মেয়েদের কাছে হেরে পরাজয়ের স্বাদ পায় বাংলার মেয়েরা। তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়ে আসরের দ্বিতীয় জয় পায় বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালের সঙ্গে ড্র করে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আসর  শেষ করে ছোটনের শিষ্যরা । আসরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে রাশিয়ান মেয়েরা জয় পাওয়ায় দ্বিতীয় স্থানে লাল-সবুজের মেয়েরা। সম্পাদনা: এনএইচ খান

এসআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়