শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৯:৪০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপ

নেপালের সঙ্গে ড্র করে দ্বিতীয় বাংলাদেশ, চ্যাম্পিয়ন রাশিয়া

এম এস রহমান: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে ড্র দিয়ে শেষ করেছে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার কমলাপুর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের মেয়েরা। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বাংলাদেশ। অন্যদিকে আসরের শুরু থেকেই নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে রাশিয়ান মেয়েরা। আসরের শেষ ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে ৪ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রাশিয়া। 

এর আগে, কমলাপুর স্টেডিয়ামে নেপাল-বাংলাদেশ ম্যাচের শুরুতে নেপাল লিড নেয়। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ৭৫ মিনিটে সাগরিকার গোলে সমতা আনে লাল-সবুজরা। বাংলাদেশ এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত। তবে এক্ষেত্রে খানিকটা দুর্ভাগ্যের শিকার।

পাঁচ মিনিট ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় বাংলাদেশ। নেপালী গোলরক্ষক বক্সের সামনে এসে বল গ্রিপে নিতে পারেননি। বাংলাদেশি ফরোয়ার্ড হেড করলেও ক্রসবারের ওপরের অংশ লেগে বাইরে চলে যায়। এরপর আক্রমণ পাল্টা আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দল।  শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ ও নেপালের মেয়েরা।

এর আগে ভুট্টানকে হারিয়ে আসর শুরু করেছিলো বাংলাদেশ। পরের ম্যাচে রাশিয়ান মেয়েদের কাছে হেরে পরাজয়ের স্বাদ পায় বাংলার মেয়েরা। তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়ে আসরের দ্বিতীয় জয় পায় বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালের সঙ্গে ড্র করে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আসর  শেষ করে ছোটনের শিষ্যরা । আসরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে রাশিয়ান মেয়েরা জয় পাওয়ায় দ্বিতীয় স্থানে লাল-সবুজের মেয়েরা। সম্পাদনা: এনএইচ খান

এসআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়