শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০১:২৩ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ামি ওপেনের শেষআটে রাইবাকিনা

রাইবাকিনা

তারিক আল বান্না: চলমান মিয়ামি ওপেন টেনিসে মহিলা এককের শেষআটে পৌঁছেছেন কাজাখস্তানের এলেনা রাইবাকিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্থানীয় সময় সোমবার রাতে টুর্নামেন্টের শেষষোল’র ম্যাচে উইম্বলডন চ্যাম্পিয়ন রাইবাকিনা সরাসরি ৬-৪ ও ৬-৩ সেটে বেলিজয়ামের এলিস মার্তেনকে হারিয়ে দেন। 

সেমিফাইনালে উঠার লড়াইয়ে দশম বাছাই রাইবাকিনা লড়বেন ইতালির মার্তিনা ত্রেভিসানের বিপক্ষে। কাজাখ মহিলা তারকা রাইবাকিনা এখন পর্যন্ত টানা ১১ ম্যাচে অপরাজিত রয়েছেন। এই জয়ের ফলে রাইবাকিনা টানা দ্বিতীয় টেনিস শিরোপা লাভের আশা করছেন। চলতি মার্চ মাসেই তিনি ইন্ডিয়ান ওয়েলস টেনিসে চ্যাম্পিয়ন হন।    

২৫তম বাছাই ত্রেভিসান সরাসরি ৬-৩ ও ৬-৩ সেটে হারিয়ে দেন লাতভিয়ার সাবেক ফ্রেন্স ওপেন চ্যাম্পিয়ন জেলেনা অস্তাপেনকোকে।

এছাড়া, বিশ্বের দুই নম্বর র‌্যাংকধারী খেলোয়াড় বেলারুশের এরিনা সাবালেঙ্কা ও তিন নম্বর খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাও শেষআটে চলে গেছেন। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা পরের রাউন্ডে খেলবেন সোরানা ক্রিসটিয়ার বিপক্ষে। সাবালেঙ্কা সরাসরি ৬-৩ ও ৬-২ সেটে চেক প্রজাতন্ত্রের বারবারা ক্রেসজিকোভাকে হারিয়ে দেন। আর পেগুলা ৬-১ ও ৭-৫ সেটে পোল্যান্ডের মাগদা লিনেত্তিকে পরাজিত করেন। পেগুলা পরের ম্যাচে খেলবেন রাশিয়ার অ্যানাস্থাসিয়া পোতাপোভার সঙ্গে।  

এদিকে, পুরুষ এককের শেষষোলতে উঠেছেন গ্রীসের স্তিফানোস তিসিতসিপাস। তিনি ৬-৩, ৪-৬ ও ৬-৪ সেটে চিলির অবাছাই খেলোয়াড় ক্রিস্তিয়ান গারিনকে পরাস্থ করেন। তিসিতসিপাস মিয়ামি ওপেনে এই প্রথমবার অংশ নিচ্ছেন। দ্বিতীয় বাছাই তিসিতসিপাস পরের রাউন্ডে খেলবেন রাশিয়ার কারেন খাচানোভের বিরুদ্ধে। খাচানোভ সরাসরি ৬-২ ও ৬-৪ সেটে চেক প্রজাতন্ত্রের জিরি লেহেস্কাকে পরাজিত করেন।  

টিএবি/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়