শিরোনাম
◈ যাত্রাবাড়ীতে মুরগি বহনকারী গাড়ির ধাক্কায় যুবক নিহত ◈ ২০ লাখ টাকা চাঁদা দাবি, দুদক কর্মকর্তা গ্রেপ্তার ◈ রাশিয়ার বন্ধু ও নিরপেক্ষ তালিকায় বাংলাদেশ ◈ ভিসানীতিতে সরকার বা আওয়ামী লীগ নয়, বিএনপিই চাপে: তথ্যমন্ত্রী ◈ ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৬৫  ◈ যারা নির্বাচনকে বাধা ও প্রশ্নবিদ্ধ করবে ভিসানীতিতে ক্ষতিটা তাদেরই: ওবায়দুল কাদের  ◈ ভিসানীতি সরকারের ১৫ বছরের অপকর্মের ফসল: মির্জা ফখরুল  ◈ বিএনপি আসলেই নির্বাচন চায় কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর ◈ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন লাগবে: আইনমন্ত্রী ◈ উই আর ভেরি হ্যাপি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০১:২৩ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ামি ওপেনের শেষআটে রাইবাকিনা

রাইবাকিনা

তারিক আল বান্না: চলমান মিয়ামি ওপেন টেনিসে মহিলা এককের শেষআটে পৌঁছেছেন কাজাখস্তানের এলেনা রাইবাকিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্থানীয় সময় সোমবার রাতে টুর্নামেন্টের শেষষোল’র ম্যাচে উইম্বলডন চ্যাম্পিয়ন রাইবাকিনা সরাসরি ৬-৪ ও ৬-৩ সেটে বেলিজয়ামের এলিস মার্তেনকে হারিয়ে দেন। 

সেমিফাইনালে উঠার লড়াইয়ে দশম বাছাই রাইবাকিনা লড়বেন ইতালির মার্তিনা ত্রেভিসানের বিপক্ষে। কাজাখ মহিলা তারকা রাইবাকিনা এখন পর্যন্ত টানা ১১ ম্যাচে অপরাজিত রয়েছেন। এই জয়ের ফলে রাইবাকিনা টানা দ্বিতীয় টেনিস শিরোপা লাভের আশা করছেন। চলতি মার্চ মাসেই তিনি ইন্ডিয়ান ওয়েলস টেনিসে চ্যাম্পিয়ন হন।    

২৫তম বাছাই ত্রেভিসান সরাসরি ৬-৩ ও ৬-৩ সেটে হারিয়ে দেন লাতভিয়ার সাবেক ফ্রেন্স ওপেন চ্যাম্পিয়ন জেলেনা অস্তাপেনকোকে।

এছাড়া, বিশ্বের দুই নম্বর র‌্যাংকধারী খেলোয়াড় বেলারুশের এরিনা সাবালেঙ্কা ও তিন নম্বর খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাও শেষআটে চলে গেছেন। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা পরের রাউন্ডে খেলবেন সোরানা ক্রিসটিয়ার বিপক্ষে। সাবালেঙ্কা সরাসরি ৬-৩ ও ৬-২ সেটে চেক প্রজাতন্ত্রের বারবারা ক্রেসজিকোভাকে হারিয়ে দেন। আর পেগুলা ৬-১ ও ৭-৫ সেটে পোল্যান্ডের মাগদা লিনেত্তিকে পরাজিত করেন। পেগুলা পরের ম্যাচে খেলবেন রাশিয়ার অ্যানাস্থাসিয়া পোতাপোভার সঙ্গে।  

এদিকে, পুরুষ এককের শেষষোলতে উঠেছেন গ্রীসের স্তিফানোস তিসিতসিপাস। তিনি ৬-৩, ৪-৬ ও ৬-৪ সেটে চিলির অবাছাই খেলোয়াড় ক্রিস্তিয়ান গারিনকে পরাস্থ করেন। তিসিতসিপাস মিয়ামি ওপেনে এই প্রথমবার অংশ নিচ্ছেন। দ্বিতীয় বাছাই তিসিতসিপাস পরের রাউন্ডে খেলবেন রাশিয়ার কারেন খাচানোভের বিরুদ্ধে। খাচানোভ সরাসরি ৬-২ ও ৬-৪ সেটে চেক প্রজাতন্ত্রের জিরি লেহেস্কাকে পরাজিত করেন।  

টিএবি/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়